আমাদের কথা খুঁজে নিন

   

কেন উড়ে না বাংলাদেশের পতাকা ????

তাশফী মাহমুদ

২০১০ এ যখন বিশ্বকাপ ফুটবল হলো, তখন বাংলাদেশ এর মোটামুটি সকল বাড়ির ছাদ ভিনদেশি ব্রাজিল -আর্জেন্টিনা-জার্মানি সহ নানান বিদেশী পতাকাতে ভরে গিয়েছিল। কেউ কেউ পাল্লা দিয়ে ২৫-৩০-১০০ ফুট এর পতা বানিয়ে বিভিন্ন দেশের ফুটবল দলের প্রতি সর্মথন জানাছিলো । সেটা কোনো ব্যাপার না, আমরা বিশ্বকাপ ফুটবল এ অংশগ্রহন করতে পারছি না, তাই আমরা ব্রাজিল -আর্জেন্টিনা-জার্মানি কে সর্মথন করে " দুধের সাধ গোলে মেটাচ্ছিলাম" ২০১১, এখন বিশ্বকাপ ক্রিকেট হবে বাংলাদেশ এ , যাতে আমাদের নিজেদের দেশ অংশগ্রহন ও করবে, আমাদের নৈতিক দায়িত্ত হলো আমাদের জাতীয় দলকে সর্মথন করা , যা আমরা এখন করছি বলে মনে হয় না। কই? বিশ্বকাপ ক্রিকেট শুরু হতে আর মাত্র বাকি ২০ দিন আমাদের কারো বাড়ির ছাদে উড়ে না লাল- সবুজ এর সেই পতাকা, কেন উড়ে না? যেখানে আমরা ভিনদেশি ব্রাজিল -আর্জেন্টিনা-জার্মানি সহ নানান বিদেশী দলের পতাকা তে আকাশ ভরিয়ে দেই, সেখানে কেন আমার একান্ত নিজের লাল- সবুজ এর সেই পতাকা উড়াতে এতো লজ্জা ? আমরা কি আমাদের পতাকা উড়াতে লজ্জা পাই, না আমরা হীনম্ননতায় ভুগি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।