আমাদের কথা খুঁজে নিন

   

কিছু হাসির কৌতুক শেয়ার করলাম ( ৪ )

নিজের সম্পর্কে কিছু বলার মত নাই। এক কথায বলতে গেলে উদ্দেশহীন ভাবে বেচে থাকা এক অলস যুবক।

(১) অথিতি :- আজ তিথির হাতের চা বেশ ভালো হয়েছে। তিথি:-হ্যাঁ বাবু, বেড়ালে যদি দুধে মুখ না দিত তাহলে চায়ের স্বাদ আরও বাড়ত। অতিথি :- অ্যাঁ ! (২) ক্রেতা :- ডিমের দাম কত? বিক্রেতা :- দশ টাকা হালি।

ক্রেতা :- কেন? এখনই তো বাজার এ বেশি ডিম পাওয়া যায়। বিক্রেতা :- কিন্তু আজকাল মনে হয় মুরগিগুলো ফ্যামিলি প্লালিং করছে। (৩) এক বৃদ্ধ রোগীকে ডাক্তার ওষুধপত্র দিয়ে বললেন-বড়ির খাবার সবসময় ঢাকা রাখবেন। রোগী উত্তর দিলো :- ঢাকা কেন স্যার কুমিল্লা রাখলে চলে না। (৪) তিন বন্ধু নদীর ধারে বসে কবিতা রচনায় রত।

১ম বন্ধু লিখছে :- মেঘ গুরু গুরু। ২য় বন্ধু লিখছে :- বাতাস উরু উরু ৩য় বন্ধু ছিলো হাবাগোবা তাই সে লিখছে :- নদীর ধারে বসে আছি আমরা তিন গরু। (৫) মা :- কলেজ থেকে আসতে দেরি হল কেন? মেয়ে :- এক যুবক আমার পিছু নিয়েছিল। মা :- তাই বলে দুই ঘন্টা লাগবে আসতে। মেয়ে :- বারে! যুবকটি খুব আস্তে আস্তে হাঁটছিল যে! (৬) সিনেমা হলে দর্শকদের মধ্যে স্বামী-স্ত্রী এত কথা বলছিলেন যে, এক দর্শক বিরক্ত হয়ে বললেন ভাই সাহেব, আমি তো কিছুই শুনতে পাচ্ছি না ? ভদ্রলোকের উত্তর:- স্বামী-স্ত্রীর কথা আপনি শুনবেন কেন? (৭) ১ম বন্ধু :- বল তো তোর আর গাধার মধ্যে পার্থক্য কতটুকু? ২য় বন্ধু :- কেন, তোর আর আমার যেটুকু।

(৮) অশিক্ষিত মা ও বিলেত ফেরত ছেলে : মা :- অনেকদিন পর দেশে এলি। মুরগির কলিজাটা খা। ছেলে :- Thank you. মা :- ঠ্যাং (পা) খাবি বাবা দিচ্ছি, এই নে। ছেলে:- Thank you. মা :- বাকিটাও খাবি বাবা, নে খা। ছেলে :- Thank you gv. মা :- আরে বাপ, এক মুরগির কয়াট ঠ্যাং থাকে? (৯) বাগানের মালিক :- আর যদি কোন দিন তোমাকে আম চুরি করতে দেখি তবে তোমার বাবা কে বলে দিবো।

আম চোর :- আপনি ই”চ্ছা করলে এখনই বলতে পারেন, বাবা তো ঐ গাছের পতার আড়ালে লুকিয়ে আছেন। (১০) স্ত্রী :- হ্যাঁ গো, আমি মরে গেলে তুমি রোজ কবরখানায় যাবে তো? স্বামী :- আমি তো এখন থেকেই যাই। শাম্মি তো ওখানেই আমার জন্য অপেক্ষা করে। (১১) একদিন একটি ছেলে এক ভিক্ষুককে ৫ টাকা দিয়ে বল্ল, আমার জন্য দোয়া করবেন। ভিক্ষুক :- তা আচ্ছা বাবা ,তুমি কি কর? ছেলে :- টোটো কোম্পানির ম্যানেজার।

ভিক্ষুক :- তাহলে বাবা আমি দোওয়া করি , তুমি টোটো কোম্পানির চেয়ারম্যান হও। (১২) মালিক অফিসে এসেই কর্মচারীকে ধমকালেন। রমিজ সাহেব কাল নাকি আপনি অফিস টাইমে মিস্ লতাকে নিয়ে সিনেমায় গিয়েছিলেন? ওকে আমার সঙ্গে একবার দেখা করতে বলুন তো। রমিজ :- কিন্তু স্যার, ও কি আপনার সঙ্গে সিনেমা দেখতে রাজি হবে? (১৩) গিট্টু :- জানিস, আমি কোনদিন ট্রেনের টিকিট কাটি না। বিট্টু :- যেদিন টিটি ধরবে সেদিন মজা বঝবি।

গিট্টু :- আরে টিটি আমায় পাচ্ছে কোথায়, আমি তো ট্রেনেই চড়ি না। (১৪) ১ম ব্যক্তি :- কি ভাই কোমরে দড়ি বেধেছেন কেন? ২য় ব্যক্তি :- ফাঁসিতে ঝুলবো। ১ম ব্যক্তি :- ফাঁসিতো গলায় বেঁধে দিতে হয়, কোমরে বেঁধেছেন কেন? ২য় ব্যক্তি :- গলায় দিয়ে দেখেছি, দম বন্ধ হয়ে আসে। (১৫) বাবা :- খোকা আমার পাঞ্জাবির পকেট কেটেছে কেরে? খোকা :- পকেটমার বাবা। চ বাবা :- পকেটমার ! এটা আবার কে? খোকা :- ও এক ধরনের পোকা বাবা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।