আমাদের কথা খুঁজে নিন

   

[ংন]রোদহীন ভূগোল[ে/ংন]

এটা আমার জন্য অনেক সুখকর যে, আমি এখন ব্লগ ও ফেইসবুক থেকে নিজেকে আসক্তিমুক্ত রাখতে পারছি। পরিবার ও পেশাগত জীবনের কর্মব্যস্ততা অনেক আনন্দের।... ব্লগে মনোযোগ দিতে পারছি না; লিখবার ধৈর্য্য নেই, পড়তে বিরক্ত লাগে।

[রসম।যঃঃঢ়://সবফরধ.ংড়সবযিবৎবরহনষড়ম.হবঃ/রসধমবং/ঃযঁসনং/ভধৎরযধহসধযসঁফথ১২৯৬৩১০০৬১থ১-১.লঢ়ম] ১ যখন কেউ নেই অদূরে, তখনই সুদূরের পটে বসে সুতো কাটো দাঁতে ‘অনেক কথা যাও যে বলে’ শুধু সেই কথাটিই সযত্নে ভুলে যাও এখন ঘুমের সময় নয়, কবিতা পাঠের বড্ড মন্দ সময়, এই ধীর নির্জনতায় মন পেতে বসে আছি প্রেম দেবো বলে একবার বলে দেখো ইথারে পাঠাবো চুম্বন একবার বলে দেখো ‘প্রেম চাই, সঘন প্রেম দাও’ মন পেতে বসে আছি তোমাকেই প্রেম দেবো, দীর্ঘ এক-বিকেল ওসব কবিতার ছাই ঝেড়েমুছে ফেলে দাও পুকুরে কবিতা লিখি প্রেমের জন্য, প্রেম না হলে কী লাভ পণ্ডশ্রমে? এসো, উন্মাতাল প্রেম করি ইথারে-বিথারে, তুমুল নির্জনে ২ এই রোদহীন ভূগোলে একগাদা দিন নিঃসঙ্গ জমে আছে তুষারের সরের ভেতর, অনাবিল ঠায়; এ সময় অদ্ভুত ইচ্ছের মতো সহজেই প্রেমে পড়ে মন। তুমি বোঝো নি? বুঝেছো নিশ্চয়। প্রেমের জন্য এ আমার নিভৃত উপঢৌকন। ২৯ জানুয়ারি ২০১১, কুউওপিও, ফিনল্যান্ড

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।