আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে জনতার বিজয় : মিসরের মন্ত্রিসভা ভেঙে দিলেন মোবারক



ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবল গণবিক্ষোভের মুখে মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন মিসরের প্রেসিডেন্ট হোসনি মোবারক। শনিবার নতুন মন্ত্রিসভা ঘোষণা করা হবে বলে তিনি জানান। জাতির উদ্দেশে দেওয়া এক টেলিভিশন ভাষণে মোবারক মন্ত্রিসভা ভেঙে দেওয়ার ঘোষণা দেন। বিবিসি জানিয়েছে, গত মঙ্গলবার থেকে শুরু হওয়া গণবিক্ষোভের পর এটাই মোবারকের প্রথম বিবৃতি। ইতোমধ্যে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সহিংসতায় ২৬ জন মানুষের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে শত শত মানুষ। কিন্তু বিক্ষোভ চলছেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে সহায়তা করতে রাজধানী কায়রো ও সুয়েজ শহরের রাস্তায় নামানো হয়েছে সেনাবাহিনী। কায়রোসহ প্রধান তিনটি শহরে জারি করা হয়েছে কারফিউ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।