আমাদের কথা খুঁজে নিন

   

৬৪ জেলায় ৯০টি কনসার্ট



বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে দেশের ৬৪টি জেলার ৯০টি গুরুত্বপূর্ণ স্থানে কনসার্টের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিনিধি হিসেবে এসব কনসার্টের আয়োজন করছে ওয়ান মোর জিরো নামের একটি প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ১৭ ফেব্রুয়ারি বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধন উপলক্ষে প্রতিটি স্থানে থাকছে ‘এগিয়ে যাও বাংলাদেশ’ শিরোনামে দিনব্যাপী নানা আয়োজন। এর মধ্যে রয়েছে শোভাযাত্রা, বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেট তারকাদের নিয়ে তথ্যচিত্র প্রদর্শনী, গান, নাচ, চিত্রাঙ্কনসহ নানা কিছু। পুরো আয়োজনেই থাকবে উৎসবের আমেজ।

কনসার্টে ঢাকার শিল্পী ও ব্যান্ডের পাশাপাশি স্থানীয় শিল্পীদের প্রাধান্য দেওয়া হবে। দেশের বিভিন্ন স্থানে বড় পর্দায় উদ্বোধনী অনুষ্ঠানসহ বিশ্বকাপ ক্রিকেটের খেলা দেখানোর ব্যবস্থা রাখা হবে। ওয়ান মোর জিরোর প্রধান নির্বাহী কর্মকর্তা কৌশিক হোসেন তাপস বললেন, ‘সারা দেশের আয়োজনের অন্যতম আকর্ষণ থাকবে আতশবাজি। যখন ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে আতশবাজির খেলা শুরু হবে, ঠিক একই সময়ে দেশের ৬৪টি জেলার ৯০টি স্থানেও আতশবাজির আলোয় আলোকিত হবে আকাশ। সারা দেশের মানুষ যাতে এই উৎসবের আনন্দের সঙ্গে একাত্ম হতে পারে, সে জন্যই নেওয়া হয়েছে এ ব্যবস্থা।

আমরা চাই, দেশের সব মানুষ একসঙ্গে এই আনন্দ উপভোগ করুক। ’ জানা গেছে, সারা দেশে এই আয়োজনের জন্য খরচ ধরা হয়েছে আট কোটি টাকা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।