আমাদের কথা খুঁজে নিন

   

তিস মার খান’ ছবির ‘শিলা কি জাওয়ানি’



তিস মার খান’ ছবির ‘শিলা কি জাওয়ানি’ ছবির গান নিয়ে এত দিন সংঘর্ষের খবর শোনা গিয়েছিল। এবার এই গানটি মৃত্যুর কারণও হলো আর তা ঘটেছে ভারতের মুম্বাইয়ের বান্দ্রা এলাকায়। গত সোমবার বান্দ্রা এলাকার একটি রাস্তা দিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন এক ভদ্রমহিলা। এ সময় এক দল মাদকাসক্ত যুবক তাঁকে উদ্দেশ করে ‘শিলা কি জাওয়ানি’ গানটি গেয়ে উত্ত্যক্ত করতে থাকে। পরে ওই ভদ্রমহিলা তাঁর এক নিকটাত্মীয়কে বিষয়টি জানান।

এরপর ওই ব্যক্তি উত্ত্যক্তকারী যুবকদের পরিবারের লোকজনকে বিষয়টি জানান । কিন্তু বিষয়টিকে খুব ভালোভাবে না নিয়ে উভয়পক্ষ সংঘাতে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের প্রায় সাড়ে ৪০০ অস্ত্রধারী অংশ নেয়। একপর্যায়ে লাঠিসোঁটা এবং ধারাল অস্ত্রের আঘাতে জুবায়ের মানসুরি নামের উত্ত্যক্তকারীদের পক্ষের একজন ঘটনাস্থলেই মারা যান। জানা গেছে, এ সংঘর্ষে উভয় পক্ষেরই রাজনৈতিক লোকজনের সম্পৃক্ততা ছিল।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে সাজিদ কোরাইশি এবং আমজাদ শেখ নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।