আমাদের কথা খুঁজে নিন

   

আমার র্বতমান আমি র্বতমানে



স্মৃতিময় অতীত ? মনে পড়ে না, সুদুর ভবিষ্যত ? সত্ত্বার বাইরে। তবে আমি ? আমি কোথায়? আমি এখন বর্তমানে আছি। বর্তমানের সাথে আমার চলাচল, বর্তমানের সাথে আমার বন্ধুতা, বর্তমানই বাস্তবতা। এ গ্রহের সবকিছুই আমার বর্তমান আমি কখনও ছিলাম না, থাকব না; আমি বর্তমান, আমি সবসময় বর্তমান। উদ্বেলিত সাগর আমার বর্তমান ।

ঠাঁয় দাড়িয়ে থাকা নিথর পাহাড় আমার বর্তমান। বহমান নদী আমার বর্তমান । উর্ধ্বে নীল আকাশ আমার বর্তমান । সবুজ বনানী, পাখির কলকাকলী আমার বর্তমান বয়ে যাওয়া রক্তস্রোত- অধিকার আদায়ের জন্য শানিত উচ্চারণ আমার বর্তমান । সহস্র সংগ্রামে ফিরে পাওয়া জয়ধ্বনি আমার বর্তমান ।

বেঁচে থাকার জন্য অনবরত যুদ্ধ আমার বর্তমান । প্রিয়ার চোখের চাহনিতে আমি বর্তমান তার ঘৃণা ভরা অভিব্যক্তিতেও আমি বর্তমান। আমার এ বিজন পথে নিরুদ্দেশ অবগাহন, সময়ের সাথে নিজের রুপ বদল কিংবা একাকী নিজের সাথে কথপোকথন- সবই আমার বর্তমান। তুষার শুভ্র সূর্যালোক, ঘুটঘুটে অন্ধকার জ্যোৎস্নালোকিত রাত, ব্যাথিত প্রিয়ার অশ্রুজ্বল- আমার বর্তমান। মায়ের স্নেহ আমার বর্তমান, বাবার ভালবাসা আমার বর্তমান, বন্ধুর উৎসাহ, প্রেরণা আমার বর্তমান তার কটাক্ষও আমার বর্তমান।

বিরহী কবির গান আমার বর্তমান । নবপরিণীতার উচ্ছ্বলতা আমার বর্তমান । মন্দিরের শঙ্খ, গীর্জার ঘন্টা ধ্বনি আমার বর্তমান, মসজিদ থেকে ভেসে আসা আজানের সুর আমার বর্তমান। আমি বর্তমান, বর্তমান - সবসময় আমি বর্তমান।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।