আমাদের কথা খুঁজে নিন

   

ডস, ভাংগা (Dutch Bangla) ব্যাংক এর ATM (All Time Malfunction) ভোগানতি


আমার মনে হয় DBBL এর উপযুকত নাম হতে পারে ডস ভাংগা ব্যাংক । (Image from: Dutch Bangla Bank, Wikipedia, the free encyclopedia ) ৮০% সময় ATM মেশীন নসট থাকে। একদিন রাসেল সকোয়ার থেকে শুরু কোরে A.R. plaza, আরং, ২৭নামবার, শংকর এ বিফল হয়ে সাত-মসজিদ রোড এর branch এ যাই। নিচে ৩ টা বুথ এর মধে্ ১টা সচল। সামনে ১০-১২ জন লাইনে আচে।

আমার ২জন আগে এসে সবেধন নিলমনি একমাতর বুথটি নসট হয়ে গেলো। দারোয়ানকে খবর দিতে বললাম। ১৫-২০মিনিট হলেও কেও আসলোনা। আমি ও আরো ৩ জন গেলাম । কাউনটারে ATM Card দিয়ে বললাম আমাকে টাকা দেন।

তিনি বললেন Card দিয়ে বুথ থেকে টাকা তুলতে, আমি বললাম দয়া করে আপনি নষট বুথ থেকে তুলে দেন। এরপর ঝাড়ি দিতেই ৩টা বুথই ঠিক করে দিল। আসলে DBBL বুথ গুলো Advertisement এর জনয়ও ব্যাবহার করে। তাদের Booth Maintenance করার Technical expertise নাই। পুরা ফাউল একটা ব্যাংক ।


 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।