আমাদের কথা খুঁজে নিন

   

কি দেখিলাম ! আমি ইহা কি দেখিলাম ?

এই ব্লগের সব লেখা সর্বস্বত্ব সংরক্ষিত
মামা এসেছেন বিদেশ থেকে , সাথে নিয়ে এসেছেন সবার জন্য এত্ত এত্ত গিফট ... আমার ভাগেও একখান টি শার্ট পড়াতে যারপর নাই খুশী হয়ে গায়ে দিতেই মামা বিশাল একখান হাসি দিয়া কইলো ভাইগ্না, এই জিনিটা তুমার জন্য বহু টি শার্ট থেকে বাছাই করার পরে ই নিয়া আসছি ... দেশী টাকায় পুরা ৩০০০ দিয়া কিন্যা আনসি , কেমুন হইসে ? ... খুশীতে বাগবাকুম হয়া কইলাম -- মাম্মা জোস টি শার্ট , আমারো দিলখুশ মামার ও কইলজা ঠান্ডা ... দু দিন পরে মামা কইলো ভাইগ্না তুমি কৈত্থেকে কাপড় কিনো ? ... কইলাম -- মাম্মা , আমগো লাইগ্যা আছে বঙ্গবাজার , পুরাই সেই রকম একখান মার্কেট, যা চাইবেন তাই পাইবেন .... শুনে মামা কইলো -- চল ভাইগ্না , আজকে বঙ্গবাজার দর্শনে যাই ... মামার দেয়া ফরেন টি শার্ট পইরা রেডী হওয়ার সময় মনে মনে ঠিক করলাম - আজকে মামা কে একখান কিছু গিফ্ট করুম এইবার ... বঙ্গবাজারে ঢুকতেই প্রথম দোকানে ঢুকতেই দোকানী মাম্মা ডাইকা কইলো -- আসেন মাম্মা , পুরাই ঝাক্কাস টি শা্রট পাইবেন , ফরেনেও এমুন জিনিস পাইবেন না , (মামার হাতে একখান নয়া টি শার্ট ধরায়া উনি কইলেন) এই লন আপনাগো লইগ্যা একখান জোস টি শার্ট পুরাই ফাটাফাটি দামে দিমু - মাত্র ২৫০ টাকায় ... বিষ্ফোরিত চোখে তাকায়া দেখি আমার গায়ের টি শার্ট আর মামা হাতে ধরা টি শার্ট দুইটা যেন পুরা জমজ ভাই ... মনে মনে তখন একটাই লাইন বলে যাচ্ছি -- কি দেখিলাম ! আমি ইহা কি দেখিলাম ? নীলক্ষেতের মোড়ে প্রচন্ড জ্যাম .... বাস, গাড়ী আর রিক্সার চাপাচাপিতে পুরাই চ্যাপ্টা হয়ে যাওয়া রাস্তার এক প্রান্তে দাড়িয়ে ভাবছি দশ বছর পরে আইসা তো মহা যন্ত্রনায় পড়লাম, এখন এই রাস্তা পার হমু ক্যামনে ? এক পা সামনে আগাই তো তিন পা পিছাই ... বেশ কয়েকবার চেষ্টা করেও যখন ফুট খানিক আগাইতে পারলাম না তখন নিজেরে ছোটবেলার সেই তৈলাক্ত বাঁশে চড়া বান্দরের মতই লাগতে শুরু করলো ... একদিকে আমার এই অবস্হা অন্যদিকে দেখি রাস্তার গাড়ীগুলো নিজেদের বাম্পারের জোরে একের পর এক রিক্সায় ঢুস লাগায়া বীরদর্পে এগিয়ে চলছে দেখে নিজের চারপাশে বাম্পার লাগানোর একটা কঠিন চিন্তা মাথায় আকুপাকু করছিলো ... হঠাৎ দেখি এক টয়েটো করোল্লার গর্বিত মালিক (বেশভুষায় সে রকমই মনে হয়) ইচ্ছে করেই রিক্সাওয়ালাদের উপরে চৌদ্দ গুষ্টি উদ্ধার করতে করতে সামনে রিক্সায় ঢুস লাগিয়ে চাকা বেকিয়ে দিতেই টিংটিং শরীরের টালপাতার সেপাই রিক্সাওয়ালা ছুটে এসে করোল্লার জানালা দিয়েই বেমক্কা ধুমধাম গোটা দুই তিন ঘুষি দিয়ে বীরদর্পে হেটে যেতে দেখে মনে হলো -- কি দেখিলাম ! আমি ইহা কি দেখিলাম ? বছর দশ বারো আগের কথা ... ইভ টিজিং এর নাম তখনো আমাদের কাছে তেমন পরিচিত না, তবুও জানতাম ঈদের মৌসুমে গাউসিয়াতে গিয়ে গায়ে হাত পড়েছে এমন মেয়েদের সংখ্যা খুব একটা কম ছিলো না , এসবের জন্যই পারতপক্ষে বোন বা আম্মুকে নিয়ে এইসব এলাকায় যাওয়াটা ছিল আমার চরম অপছন্দের কাজ ... তবুও এক ঈদের বাজারে আম্মুর কিছু জিনিস কিনতে তার সাথে যেতেই হলো ... সেদিন তুলনামূলকভাবে বেশ কম ভীড় লক্ষ্য করে মনে হচ্ছিলো যাক বাবা বাঁচা গেল , এক দোকানে গিয়ে কয়েকটা জিনিস কিনে ফেরত আসার সময় শুনতে পেলাম সেদিন ই কোনো এক দোকানী নাকি কাপড় বিক্রীর ছলে স্হানীয় এক কলেজের ছাত্রীর গায়ে হাত দিয়েছে বলে সে ওদেরকে দেখে নেবে বলে হুমকী দিয়ে গেছে , এটা নিয়ে দোকানীদের মাঝে বেশ মুখরোচক গল্প চলছিলো ... আম্মু বললো -- ওরা আর কি করবে , মেয়ে তো , হয়তো দেখা যাবে বাসায় বসে কান্না করছে , আমিও আম্মুর সাথে একমত পোষন করে বের হতে যাব, অমনি কোথা থেকে একদল রনাঙ্গিনী এসেই শুরু করে দিলো ধুম ধাম ধুন্দুমার ... তাদেরকে বিদ্যুতের বেগে এসে লঙ্কা কান্ড বাধিয়ে উল্কার মতো চলে যেতে দেখে মনে হইলো -- কি দেখিলাম ! আমি ইহা কি দেখিলাম ?
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।