আমাদের কথা খুঁজে নিন

   

লন বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলা লইয়া বাজি লাগি, আর অভারঅল আমগো সম্ভাবনা লইয়া ডিসকাস করি..

নারীবর্জিত জীবন ক্রিকেটের মাঝে খুঁজে ফিরছে অনিয়ন্ত্রিত সুখ
বাংলাদেশের খ্যালা পড়চে মোট ৭টা, এই গ্রুপে আরোও আচে ইন্ডিয়া, আয়ারল্যান্ড, ওয়েস্টইন্ডিজ, ইংল্যান্ড, নেদারল্যান্ড আর সাউথ আফ্রিকা। হ অন্য সবার মতন আমারো ধারণা বাংলাদেশ এইবার ইজিলি সেকেন্ড রাউন্ডে যাইবো, সেমিতে যাউয়াটা ইট্টু টাফ, মাগার ইমপসিবল হইবোনা। হ তুমরা ভাবতেচো হাইফেন কী বালছাল কইতেচে, এইগুলা তো আমরা এমনিই জানি। হ জানো ভালা কথা, লেখতে দোষ আচে? আইচ্ছা আগে দেহি গ্রুপ এ থিকা কুন চারটা টিম যাইবো। এইডা আসলে মারাত্মক ইজি, কারণ কেনিয়া, জিম্বাবুইয়ে, কানাডা এইগুলা বাই ডিফল্ট লা্ড্ডা গাড্ডা।

বাকি ৪খান টিমের মধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন আর রানার আপ হইবো অষ্ট্রেলিয়া-শ্রীলংকা। আমি রানার আপ আর চ্যাম্পিয়ন গো হিসাব কষত্যাছি , কারণ আমি ধইরাই লইছি বাংলাদেশ ফোর্থ নাইলে থার্ড টিম হিসাবে কোয়ার্টারে যাইবো; হের লাইগা খ্যালা পড়লে এই দুই টিমের একটার লগেই পড়বো। এইবার আসো নিজে গো গ্রুপের ম্যাচে। লও ম্যাচ বাই ম্যাচ গুইণা দেহি: ১.ইন্ডিয়া ইন্ডিয়ার লগে সেইভাবে চান্স আমি দেখতাছিনা; আগে ব্যাট করলে ইট্টু আচে। কারণ হইল তামিম ওগো লগে কোপাইবোই, রানও উঠপো আড়াইশোর মত।

মাগার সমস্যাডা হইছে বোলিঙয়ে। এই ম্যাচে মাশরাফির ঠ্যাকা আচিল। ইন্ডিয়ার লগে যে দুইডা ম্যাচ আমরা জিতচি দুইডাতেই ও শুরতে শেবাগ হারামজাদারে বোল্ড করচিল, কিন্তু ও ইনজুরিতে , তাই বাদ। খারাপ লাগতেচে, মাগার এইটাই খ্যলা । আমগো স্পিন বোলিঙ দিয়া অগো কিচুই করা যাইবোনা, তার উপরে ইউসুফ পাঠান একটা ফ্যাক্টর হইতে পারে।

আর স্বয়ং বস তো আচেই, তয় ভরসার কথা হইল আমগো লগে বসরে কহনোই বসের চেহারায় দ্যাহা যায়না। আর যুদি পরে ব্যাট করা লাগে, তাইলে সম্ভাবনা এক্কেবারেই নাই। চোখ বন্ধ কইরা ২৮০+ কইরা ফালাইবো। এই ম্যাচে জিতার একটাই উায়, সাকিবের একখান তেলেসমাতি। এই পুলাডা আনপ্রেডিক্টেবল, মাগার হের বোলিং দিন দিন খারাপ হইতেচে।

এইডাও ডর ধরায়ে দিত্যাচে। ২.আয়ারল্যান্ড হ আমি জানি আয়ারল্যান্ড হুনলেই কেউ কেউ কইবা অগো কাচে লাস্ট ওয়াল্র্ডকাপে হারচি, টি২০তেও নাকাল হইচি। কিন্তু বাজান, খ্যালা হইত্যাচে বাংলাদেশী স্পিনিং উইকেটে, রাজ্জাক-সাকিবের বলে হাইগা-মুইতা খাবুর না করলে তুমগো বাড়ির দারোয়ান হিসাবে আমারে রাইহো, আর কুত্যার লগে ঘুমাইবার দিয়ো। কইলাম তো উরা ১৬০ এর বেশি কুনোদিনও করবার পারবোনা। ৩.ওয়েস্ট-ইন্ডিজ সেই দিন আর নাই বস, অহন ওয়েস্ট ইন্ডিজরে কইয়া কইয়া হারাইয়া দেউন যাইবো।

আগে ব্যাটিং করলে আমরা জিতুম, পুরা এক বাক্স বেনসন বাজি। তয় পরে ব্যাট করলে একখান ডর আচে, সেইডা হইল ক্রিস গেইল। আগে ব্যাটিং পাইলে এই শালার ভাই শফিউল আর রুবেলের কাকীর নাম মুখস্থ করাইবো। চেজ করবার গ্যালে অবশ্য এইসব পারবোনা। আগে ব্যাটিঙ করলে চন্দরপালও খুব গর্জাইবো জানি।

হের লাইগা ওয়েস্ট ইন্ডিজের লগে টসটা খুব ভাইটাল হইবো। ৪.ইংল্যান্ড স্ট্রাউস আর মরগান খুব ভাইটাল হইবো। পিটারসেন পারবোনা, কলিংউড ডেয়ারিং আচিল, মাগার কাকার ফর্ম নাইক্কা, ভালা হইচে। ইংল্যান্ডের বোলিং হইল চ্যাটের বাল বোলিং, সোয়ান আর এন্ডারসন খারাপ না,মাগার তামীম এগো এগেন্স্টে ক্যান জানি খুব ক্লিক মারে। ইংল্যান্ডের লগে আগে-পরে যহনই ব্যাট করা হোক, ব্যাপার না, মাগার এগো এগেইনস্টে আমগো রেকর্ড খুব যুইতের না; তয় ব্যাটিঙডা ইট্টু ক্লিক করলেই হইবো।

স্পিন বোলিঙ দিয়া ধসাইয়্যা দেউন যাউবো। ৫.নেদারল্যান্ড ধুর, এইডা তো এমনি এমনিই জিতুম আল্লাহয় করলে। হ আবারো দুই কাটুন বেনসন বাজি। এই টিমের লগে হারলে বাংলাদেশের পিলিয়ারগো খ্যালা বাদ দিয়া মাগীর দালালী করতে পাঠান লাগবো। হ কতাডা খারাপ হইয়া গ্যালো,মাগার হাইফেন যা মনে আসে কইয়া ফালায়, মনে বেশি লোড লইবার পারেনা।

হ বস আহো বাজি, নেদারল্যানড ১৪০ এর নিচে অলআউট হইবো। ৬.সাউথ আফ্রিকা গতবার হারাইচি, এইবারও চান্স নাই তা কমুনা। তয় কিচু প্রোবলেম আচে; খালি ভয় স্টেইনরে; এর বলডা কুনোভাবে পার কইরা দিবার পারলে ঝামেলা কম, তয় অগো বোলিঙডা ইট্টু বেশি ভালা,কারে রাইখা কারে কমু। ব্যাটিংয়ে আমলা আর ক্যালিসরে কিচুতেই কিচু করা যাইবোনা। তাই অগো এগেইনস্টে আশাডা ইট্টু কম।

তাউ তো সেকেন্ডে রাউন্ডে যাউয়া যাইবো, তাইন্যা? এইবার আহো সেকেন্ড রাউন্ড দেহি: শ্রীলংকা/অষ্ট্রেলিয়ার কুনোডার লগেই আমগো নরমাল সেন্সে পারার কথা না, তাউ আমি অষ্ট্রেলিয়ারে প্রেফার করমু। কারণ হইল অগো ব্যাটিঙডা অহন মাঝেমধ্যেই ফ্লপ মারে, বোলিংয়েও বিষ ফুরাইয়া গ্যাছে। সেই দিক থিকা শ্রীলংকা কইলাম অনেক গুছাইন্যা টিম, এগো হারানো এত্ত সুজা কথা না। যাউকগা, পুস্ট ম্যালা বড় হইচে, এইহানেই সব কইলে কমেন্টে কী কমু। লও বিড়ি ধরাইয়া গপশপ করি।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।