আমাদের কথা খুঁজে নিন

   

বিল বড়, না বিমানবন্দর বড়?



বিল বড়, নাকি বিমানবন্দর বড়? হাজার মানুষের খাদ্য বড়, নাকি প্রধানমন্ত্রীর স্বপ্ন বড়? মানুষের বেঁচে থাকা বড়, নাকি একটা নাম প্রতিষ্ঠা বড়? ফসলি জমি, পুকুর ভরা মাছ, শস্য ভরা মাঠ বড়, নাকি একটা বিমানবন্দর বড়? লাখো মানুষের স্বপ্ন বড় নাকি গুটি কয়েক মানুষের লাভ বড়? দেশ বড়, নাকি একটা নাম বড়? ....আজ দল-মত নির্বিশেষে সবাই মিলে সময় এসেছে নিজেকে বাঁচানোর, আড়িয়াল বিল বাঁচানোর। বর্তমান বিমানবন্দরের উন্নয়ন না করে সাধারন গরিবের জমি নিয়ে, মুখের খাবার কেড়ে নিয়ে নতুন বিমানবন্দর কি আমরা চাই? এই ছোট্ট দেশটিতে কয়টি বিমানবন্দর লাগে বলতে পারবেন? না, এইটা কোন রাজনৈতিক দাবি নয়, বেঁচে থাকার দাবি। আমি আড়িয়াল বিলের পক্ষে, আপনি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।