আমাদের কথা খুঁজে নিন

   

যুব রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট এ নয়া কার্যকরী কমিটি

অন্তহীন আমাদের পথচলা,জীবনের বাঁকে-বাঁকে গতির পরিবর্তন। আর চাওয়া - পাওয়ার অসম সমীকরণ। এই নিয়েই আমাদের জীবন

গত মঙলবার যুব রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট এর কার্যকরী কমিটি নতুনভাবে গঠন করা হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট এর সেক্রেটারী মোঃ আব্দুর রহমান জামিল সাক্ষরিত এক পত্রে নতুন কমিটির যুব প্রধান হিসেবে মোঃ এনামুল হক চৌধুরী সোহেল,উপ-যুব প্রধান-১ হিসেবে মোঃ মাঈদুল ইসলাম ও উপ-যুব প্রধান-২ হিসেবে মোঃ আকতার হোসেন মিঠু এর নাম ঘোষিত হয়। এছাড়াও বিভিন্ন স্তরে কমিটিতে নতুন সদস্য অর্ন্তভূক্তি ও আগের কমিটির সদস্যদের বিভাগ পরিবর্তন করা হয়।

নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেনঃ ১। জাবির আহাম্মদ নোমান-বিভাগীয় প্রধান (সাংগঠনিক ও পরিকল্পনা) ২। রেদওয়ান মাহমুদ- বিভাগীয় প্রধান (প্রশিক্ষণ) ৩। সালেহ আহমদ টিপু- বিভাগীয় প্রধান (রক্তদান কর্মসূচী) ৪। পারুল বেগম- বিভাগীয় প্রধান (সেবা ও স্বাস্থ্য) ৫।

মোঃকামরুল ইসলাম- বিভাগীয় প্রধান (বন্ধুত্ব উন্নয়ন) ৬। মোঃ জিয়াউর রহমান- বিভাগীয় প্রধান (ক্রীড়া ও সংস্কৃতি) ৭। রাহিকুল ইসলাম চৌধুরী-বিভাগীয় উপ প্রধান (সাংগঠনিক ও পরিকল্পনা) ৮। মোঃমুবিনুল হক চৌধুরী- বিভাগীয় উপ প্রধান (প্রশিক্ষণ) ৯। ইফতেখার আহমদ- বিভাগীয় উপ প্রধান (রক্তদান কর্মসূচী) ১১।

ছাকি সাদেকুর রহমান - বিভাগীয় প্রধান (সেবা ও স্বাস্থ্য) ১২। মোঃমিনহাজুল আবেদিন – বিভাগীয় উপ প্রধান (বন্ধুত্ব উন্নয়ন) ১৩। ফেরদৌসী বেগম রুজি – বিভাগীয় উপ প্রধান (ক্রীড়া ও সংস্কৃতি) এছাড়াও ইউনিট সেক্রেটারী মোঃ আব্দুর রহমান জামিলকে প্রধান করে যুব রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট এর একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়। এখানে উল্লেখ্য যে আগের যুব কমিটি এর যুব প্রধান শাহ্ মিনহাজ রহমান এর যুব প্রধান হিসেবে মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি গঠন করা হয়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।