আমাদের কথা খুঁজে নিন

   

আর হানাহানি নয়, চাই ধৈর্য, সংযম। দেশ আগে, দল পরে।

আজ দেশ বিরাট সমস্যার সম্মুখীন। আমরা কি এই দ্বিধাবিভক্তির পরিবর্তে সর্বক্ষেত্রে ঐক্যমত্য প্রতিষ্ঠা করতে পারিনা? হরতাল নয়, পুলিশের প্রতি ইটপাটকেল নয়, বা বিচারবহির্ভূতভাবে গুলিও নয়, অপরাধী যেই হোক, সমর্থনকারী যেই হোক, পরিস্থিতি কি শান্তিপূর্ণভাবে মোকাবেলা করা যায়না? দেশের স্বার্থেই আমাদের সংযত হওয়া প্রয়োজন। সকল পক্ষেরই, সকল দলেরই। শান্তি বা উন্নয়ন শুধু মুখের বুলি নয়, প্রয়োজন দৃঢ়তার সাথে সংযম প্রদর্শন করে তা প্রতিষ্ঠা করার। উন্নয়ন তখনই আসবে যখন সরকারী ও বিরোধী দল পরস্পরের প্রতি সম্মান প্রদর্শন করবে। প্রত্যেকে পরমতসহিষ্ণু হবে। উন্নত দেশগুলি কি এক্ষেত্রে আমাদের দৃষ্টান্ত হতে পারেনা?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।