আমাদের কথা খুঁজে নিন

   

অভিমান.....!

পড়,জান,জানাও

অজানা কারনে আজ সুখি, হয়তো একটা পাখি অথবা নদী। লিখে যাওয়া কোন পংক্তি কেউ এক নিখোঁজ কবি। নিরাশার মাঝে বয়ে যাওয়া বাতাস কিংবা ক্ষনিকের জন্য মেঘের ফাঁকে নীল আকাশ। তার ছিঁড়ে যাওয়া পুরোনো গীটার হারিয়ে যাওয়া ঝাকড়া চুলের পিটার। সূর্যের কিরনে সোনালী পাহাড় অথবা দাগ থেকে যাওয়া মৃত ঝর্নার। করুন সুরের প্রাচীন এক গান মাঝ পথে থেমে যাওয়া কোন প্রান। ঢেউয়ের তালে উন্মত্ত সাগর এপিটাফ ছাড়া পুরোনো কবর। রং চটে যাওয়া ক্যানভাসের ছবি অভিমানে পড়ে থাকা রংয়ের তুলি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।