আমাদের কথা খুঁজে নিন

   

ভাই আজ আমার জীবনের একটি ঘটে যাওয়া বাস্তব ঘটনা

আমি আধম

গত ৩১/০৭/২০১৩ ইং তারিখে আমার এক প্রিয় স্যারের বন্ধু আমাদের পার্সপোট অফিসে পার্সপোট করতে আসে তাকে আমি যতটা সম্ভব সাহায্য করি। সে পার্সপোট অফিসের সকল কাজ শেষ করে চলে যায়। সে আমাকে জিজ্ঞাসা করে আর কোন কাজ আছে কিনা? আমি তাকে বলি যে কাজ ছিল তা করতে হবে না । কারণ তার পুরতন পাসপোট থাকার কারনে পুলিশ রির্পোটের প্রয়োজন হবে না। তার পর সে চলে যায়।

পরবর্তীতে আজ আমি যখন তার পার্সপোট এর কি অবস্থা জানতে যাই তখন দেখি সেই ফাইল অফিসের উচ্চমান অফিস সহকারী (নামটি বলা সমস্য) তার ফাইল আটকে রেখেছে কারন তার আগের পার্সপোটটি ঢাকাতে করা ছিল । তাই পুলিশ রির্পোট লাগবে বলে । কিন্তু যে খানে সফট্যওয়ার+ নিয়মে আছে পুরাতন পাসপোট আছে যাদের তাদের পুলিশ রির্পোট এর প্রয়োজন নাই । তার পরও ফাইলটি আটকিয়ে রাখে। করণ ছিল তার পাসপোটটি জমা দেওয়ার সময় আফিস খরচ নামে একটি শব্দ আছে যা আমি থাকার কারনে দিতে হয় নাই।

তাই তিনি তার ফাইলটি আটকিয়ে দিয়েছে। আমি যখন ঐ ফাইলটি ছেড়ে দেওয়ার জন্য বলি তখন তিনি আমাকে নানা ধরনের নিয়ম কানুন দেখানু শুরু করে। কিন্তু সে জানেনা ডিজিটাল পার্সপোট তৈরির প্রথম থেকে আমি কাজ করছি। তখন এ বিষয় নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়। তারপর আমাদের আর.এম এর হস্তক্ষেপে তা পিন্টে যায়।

যা আমার জন্য খুবই লজ্যা জনক অবস্থা তৈরি করেছে । এখন আমি চিন্তা করেছি আমি চাকুরিটি ছেড়ে দিব। যে স্থানে টাকার জন্য একজন ষ্ট্যাফ অন্য ষ্ট্যাফের কোন রিকুয়েস্ট গ্রহণ করে না। যে অফিসে টাকা ছাড়া কিছু বুঝেনা সে অফিসে চাকুরী করে নিজেকে আর ছোট করতে চাই না। দয়া করে আমাকে পরামর্শ দিয়ে সহযোগীতা করবনে প্লিজ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।