আমাদের কথা খুঁজে নিন

   

কেন এমন? দয়া করে বলবেন কি?



যারা রাজনীতিবিদ তারা মনে কিছু নিবেন না, শুধু দয়া করে আমার কিছু নাবুঝ কথার জবাব দিয়ে সাহায্য করবেন। আমি বিশ্বাস করি দেশের উন্নয়নের জন্য আমরা সবাই কাজ করি। পলিটিক্যাল ভিউ আমাদের এক এক জনের এক এক রকম হবে, এটাই স্বাভাবিক। কিস্তু দেশের সামগ্রিক উন্নয়নের কিছু বিষয় নিয়ে আমরা প্রতিনিয়তই পলিটিক্যাল ইস্যু টেনে আনি। যেমন ধরুন: ১।

ঢাকা শহরের যানজট। ২। বিদ্যুৎ সংকট। ৩। আইন-শৃঙ্খলা।

৪। শিক্ষা ব্যবস্থা। ৫। দেশের সার্বভৌমত্ব। ইত্যাদি, ইত্যাদি।

, প্রভৃতি বিষয়ের উন্নয়নে আমার মনে হয় আমাদের একাট্টা হওয়ার বিকল্প নেই। কিন্তু আজ যখন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, তখন যদি আমি কথাগুলো বলি তাহলে আমি হয়ে যাবো আওয়ামী বিরোধী, আবার যখন বিএনপি সরকার ক্ষমতায়, তখন যদি আমি কথাগুলো বলি তাহলে আমি হয়ে যাবো বিএনপি বিরোধী, আবার এর বাইরে আবার একদল বলবে আমি জামাতি (যাহাতে (......) মাতি!), কিংবা অন্যান্য পন্থি..........! কিন্তু আসলে, আসলেই কি তাই হওয়া উচিত? আমাদের কি কিছু কিছু জাতীয় বিষয় নিয়ে সম্মিলিত চিন্তা করার কোন সুযোগ নেই? একজন নিরপেক্ষ মানুষ হিসেবে কি যানজটমুক্ত একটি ঢাকা শহর চাওয়ার কোনো অধিকার কি কারো নেই? যদি অধিকার থাকে, আমার এই চাওয়াকে কেউ কোনো রাজনীতির মঞ্চে বসাবেন না। আমার দাবি, কোনো আন্দোলন নয়, শ্রেফ আমাদের দরকার এই মানুসিকতাটা জাগ্রত করুন। ধীরে ধীরে সবাই। দেখবেন ঠিকই আমরা পেয়ে যাবো।

আমরা পারবো কি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।