আমাদের কথা খুঁজে নিন

   

রস+আলো ঈদ অনুষ্ঠানসূচি

সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে তিন দিনব্যাপী ঈদ অনুষ্ঠান পাঁচ দিন, সাত দিন, দশ দিনে এসে ঠেকেছে। একসময় হয়তো এক ঈদুল ফিতর থেকে আরেক ঈদুল ফিতর পর্যন্ত ঈদ অনুষ্ঠান চলবে। আয়োজনের মেয়াদ বাড়ছে ঠিকই; কিন্তু অনুষ্ঠান সব গতানুগতিক ধারার। ঈদের কর্মকাণ্ডের সঙ্গে মিল রেখে টিভি চ্যানেলগুলো নতুন কী কী ঈদ অনুষ্ঠান সম্প্রচার করতে পারে, দেখাচ্ছেন শাহরিয়ার মুক্তার

ঈদের দিন

সকাল ৬.০০: লাইভ অনুষ্ঠান ‘ঈদের দিন ঘুম থেকে যেভাবে উঠবেন’। (ঘুম থেকে ওঠার ব্যাপারে লাইভ পরামর্শ দেবেন গত তিন ঈদে ঘুমের কারণে একটুর জন্য ঈদের নামাজ মিস না করা জনাব ড. হাই। এই অনুষ্ঠান দেখতে যদি সকালে উঠেই পড়েন, তাহলে অনুষ্ঠান দেখার যৌক্তিকতা কী? তাই দয়া করে সবাই ঘুমিয়ে ঘুমিয়ে এই অনুষ্ঠান দেখবেন)
সকাল ৮.০০: শারীরিক সচেতনতাবিষয়ক অনুষ্ঠান ‘সংঘর্ষ এড়িয়ে কোলাকুলি করুন, জীবন বাঁচান’।(বিষয়: অসম শারীরিক আকারের দুজনের কোলাকুলির সময় যা লক্ষ রাখবেন)।
সকাল ৮.৩০: ছোটদের জন্য অনুষ্ঠান ‘এল খুশির সালামি পাওয়ার দিন’।
(বিষয়বস্তু: সালাম করার সঠিক পদ্ধতি এবং জাল টাকা চেনার উপায়)।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।