আমাদের কথা খুঁজে নিন

   

শুরু হোক....

আমার সম্পর্কে কিছু বলার স্পর্ধা এখনও আমার হয়নি….

একটি শিশু যখন হাটতে শুরু করে.....সেটা তার চলার শুরু.... আধো আধো বোলে শুরু হয় কথা....তার পর পানিকে মাম বলা কত শিশুই যে তার বাতচিতে লক্ষ কোটিকে মাতায় বা ভাবায় তার হয়ত হিসেব কেউ রাখেনা..... শেষটা যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ন সেহেতু শুরুর কথা খুব একটা নোটবইয়ে টুকে রাখা হয়না....বিসিএস এ খুব একটা প্রশ্নও হয়না এর উপর তবুও শুরুটা হয়..... স্কুল বা বিশ্ববিদ্যালয়.....কর্মক্ষেত্র....সমাজ...সংসার.....শুরুটা হয়....হতেই হয়... সেরকমই কিবোর্ডে আঙ্গুর চেপে এই ব্লগও শুরু হলো..... আমরা পদার্থ বিদ্যার সুত্রে জানি শক্তির সৃষ্টি বা ধংস...এর শুধু এক অবস্থা থেকে অন্য অবস্থায় রুপান্তর আছে..... কিন্তু ব্লগ অনেক শক্তিশালী মাধ্যম হবার পরও তা "শক্তি" না....তাই এর সৃষ্টি যেমন আছে তেমনি ধংসও আছে.... আজ শুরুটা না হয় আমিই করলাম...আর সময়ের হাতে ছেড়ে দিলাম শেষের ফয়সালা....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.