আমাদের কথা খুঁজে নিন

   

শেখ কামালের ৬৪তম জন্মবার্ষিকী আজ

বিশিষ্ট ক্রীড়া সংগঠক, ছাত্রনেতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আবাহনী ক্লাব ও স্পন্দন শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র মুক্তিযোদ্ধা শেখ কামালের ৬৪তম জন্মবার্ষিকী আজ। ১৯৪৯ সালের এ দিনে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। বহুমুখী প্রতিভার অধিকারী শেখ কামাল ৬৬দফা, ৬৯'র গণঅভ্যুত্থান, ৭১'র মুক্তিযুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল আতাউল গনি ওসমানীর এডিসি হিসেবে দায়িত্ব পালন করেন। মাত্র ২৬ বছর বয়সে ১৯৭৫ সালের ১৫ আগস্ট একদল বিপথগামী সেনাসদস্যের গুলিতে সপরিবারে শহীদ হন তিনি। দিবসটি উপলক্ষে বিভিন্ন দল ও সংগঠন বিস্তারিত কর্মসূচি নিয়েছে। শেখ কামালের জন্মদিন পালন উপলক্ষে আওয়ামী লীগ আজ সকাল ৯টায় ধানমণ্ডির আবাহনী ক্লাব প্রাঙ্গণে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পাঘর্্য অর্পণ, সকাল ১০টায় বনানী গোরস্তানে সমাধিতে শ্রদ্ধা নিবেদন, কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। আর ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আলোচনা সভার আয়োজন করেছে। কৃষক লীগও অনুরূপ কর্মসূচি পালন করবে।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।