আমাদের কথা খুঁজে নিন

   

অরণ্য



...it was a time of unrest... অস্থিরতার সময়ে দেখেছি অরণ্য জেগে আছে অরণ্য, তুমি কি জানো কোন পথে এসেছে গোধূলি ? পরিচিত সন্ধ্যাগুলি ফিকে হয় শকুনের পাশে আকাশে উত্তাল বটে বহুতল, উড়াল-সরণি... রটে গেছে দিকে দিকে পদানত লোকের সাগরে সদাগরে বসিয়েছে মরমিয়া মিথ্যের বেসাতি কার ক্ষতি কে বা জানে ফিরে এলে প্রলয়ের ঢেউ - কেউ তাকে ভ্রান্ত জেনে ছায়াদেহে তোলেনি কখনো ? অরণ্য, তুমি কি জানো অনন্তের প্রান্ত কাকে বলে ? দেহকণা জলে গেলে মধ্যলোক সীমান্তে প্রবাসী তাই যত বাসি দেহ নিয়ে যায় কুকুরে শিয়ালে ছেঁড়া সব খালে বিলে ফুটে থাকে জ্যোৎস্নারমনী গোধূলিশহর টানে প্রত্যেকের ধমনীর ঘড়ি - অরণ্য, জানো না কিছু, তোমাকেই জেনেছে গোধূলি...

সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।