আমাদের কথা খুঁজে নিন

   

“ বিখ্যাত এনিমেশন মুভি মেকার ‘পিক্সার এনিমেশন স্টুডিও’ এর গাড়ি সংক্রান্ত মজার তথ্য

আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। মনে হয় না এর থেকে বেশী কিছু চাওয়ার আছে।

‘পিক্সার এনিমেশন স্টুডিও’ এর নাম শুনেননি এমন মানুষ খুব কমই আছে। এনিমেশন মুভি জগতের রাজা বলা হয় এদেরকে। এনিমেশন মুভি ‘টয় স্টোরি’ দিয়ে এদের যাত্রা শুরু।

সেই থেকে এদের এক স্বপ্নময় যাত্রা শুরু। এখন পযর্ন্ত তারা মুভিপ্রেমীদের অসংখ্য ভাল ভাল, অস্কার জেতা এবং বক্স অফিস তোলপাড় করা এনিমেশন মুভি উপহার দিয়েছে। এদের সব বিখ্যাত মুভিতে একটি মজার জিনিষ লক্ষ করা যায়। যা হয়তো অনেকের চোখে পড়বে না। সেটি হলো একটি হলুদ রং এর ‘Pizza Planet’ নামের একটি গাড়ি এদের সব ছবিতে দেখা যায়।

কখনো মুভির অংশ হিসেবে আবার কখনো রাস্তায় চলাচলরত সাধারণ গাড়ি হিসেবে। বিষয়টিকে নিছক জিনিয়াসদের পাগলামী/হেঁয়ালী হিসেবে বলা যায়। প্রায় সব ছবিতে এই গাড়ি থাকার কারণ নিছক মজা করার জন্যই দেয়া হয়েছে। আমি এখানে ‘পিক্সার এনিমেশন স্টুডিও’ এর বিখ্যাত কিছু ছবিতে সেই গাড়িটির কয়েকটি ছবি দিলাম। দেখুন কেমন লাগে...................


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।