আমাদের কথা খুঁজে নিন

   

সে কে ?



বাঁধ ভাঙ্গা অস্থিরতা, কেন যেন , জানেনা কেন, কেন কেন কেন? তার এই অস্থিরতা সেই জন্মকাল হতে সে পারেনি কারো হতে সে হবেনা কারো কখনও, সে শুধুই অস্থির অপ্রতিরোধ্য। কিন্ত কেন কেন, সে কোন পথে চলে সে নিজেও জানেনা সে কোন পথে চলবে কেউ বলতে পারেনা সে শুধুই ঘুরেফিরে উদ্দেশ্যহীনতার সন্ধানে, সে কি আসলেই উদ্দেশ্যহীন সেও জানেনা কেউ কি জানে? সে কি শুধুই যান্ত্রিক না যন্ত্রণাদায়ক। হ্যা, সে যন্ত্রণাদায়ক যন্ত্রণাই তার সঙ্গী জন্ম থেকে মৃত্য অবধি আজও, সবসময় তার সবচেয়ে প্রিয় বুঝি যন্ত্রণা, আর কি, লাঞ্ছনা,গঞ্জনা অপমান, আর ব্যর্থতার গ্লানি, এই গ্লানি তার চিরসঙ্গী সে জানেনা কবে তাকে ছেড়ে যাবে আদৌ কি তাকে ছেড়ে যাবে, জানে কি সে, কবে তার এই দ্বর্থহীন ব্যর্থ পথ চলার পরিসমাপ্তি, কেনই বা জানবে সে, সে কে সে সেটা কি জানে, কেঊ কি বলতে পারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।