আমাদের কথা খুঁজে নিন

   

মহিলা/প্রতিবন্ধি দের জন্য বরাদ্দ

প্রাণখোলা হাসির শব্দ শুনতে ভালোবাসি তবে সে হাসি হতে হবে স্বর্তস্ফূর্ত এবং মুখ খুলে। মুখ টিপে হাসার চেয়ে অট্টহাসিই আমাদের সত্যিকার প্রভাবিত করে এবং হাসির সংক্রমণ ঘটায়।

আমাদের দেশের সরকার কোন আইন করলে তা কিছু দিনের জন্য থাকে। সকল পরিবহনে "মহিলা/প্রতিবন্ধি দের জন্য বরাদ্দ" আসন নিয়ে নতুন একটি আইন করা হয়েছিল কিছুদিন আগে। কিন্তু সকল পরিবহন সেটা মেনে নিয়ে ছিল ।

কিন্তু বর্তমানে এটা কেহ মানছেইনা। অনেক পরিবহনে এটা এখন লেখা নেই। সেসব পরিবহনের কি লেখা প্রয়োজন কিনা ? জানি না। ঢাকা শহরে চলে এসব কাউন্টার পরিবহন প্রায় সব গুলো এখন তারাই এটা মানে। অন্য দিকে এটা মানার কোন প্রশ্নই মনে করে না ? এই রকম যে একটা আইন আছে তারা মানে হয় যানে না।

লোকাল পরিবহন গুলো এটা মানে না। স্বরাষ্ট প্রতিমন্ত্রির - সোহেল তাজের এলাকা------সেইখানে একই অবস্থা। গাজীপুরে প্রায় গাড়িতে এখন এটা নাই বললেই চলে। তাহলে অন্যদিকের অস্থা কী????????????????????????????????????????????????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।