আমাদের কথা খুঁজে নিন

   

দেশ কোনদিকে যাচ্ছে ?

সরকারকে বলছি, আপনার চূড়ান্ত প্রস্তুতি না থাকলে কে বলছে... মধুর চাকে ডিল ছুড়তে? আমার অতীতের কলঙ্ক আমি মুছে দিবো... তবে আমার বাস্তবতায় দাড়িয়ে। অতীতের ভিড়ে আমার বর্তমানের মাটি কেড়ে নিলে... ওই অতীতকে ভেবে আমার কি হবে, যেখানে আমার অস্তিত্ব বিলীন হয়ে যায়। এতো খুশির কি হলো ? আপনাদের ওই উন্মাদনাময় আনন্দের প্রথম শিকার হলো ধর্ম, তারপর সাধারন মানুষ। রাজনীতির সাথে ধর্মের কি সম্পর্ক? কোন যুক্তিতে হিন্দুদের ঘর ও প্রতিমা ভাঙলো? আপনারা এদেশের নাগরিক... তারা কি? তারা কি আপনার চেয়ে কম ট্যাক্স দেই নাকি? কোন গণ্ডগোলের প্রাথমিক শিকার সংখ্যালঘুরা... এই সংস্কৃতি থেকে আমরা কবে বের হবো? একটি পেনাল্টি পেয়েছেন মাত্র... হতে পারে cr7 গোল কিক নিচ্ছে...তবে নিশ্চিত গোল হচ্ছে কিভাবে ধরে নিলেন? এখনও আপিল বাকি রয়ে গেছে... আর একটি গোলে কি হবে? খেলার আরও ৬০মিনিট বাকি.... আপনার জানা উচিৎ ফার্স্ট হাফে গোল খেলে পরবর্তীতে তারা ভয়ঙ্কর হয়। ম্যাচতো এখনো নিশ্চিত না... তবে আপনার উম্মাদনা অন্য কথা বলে।

আপনার হুঙ্কার তাদেরকে শেষ সীমাই পোছতে বাধ্য করছে.... চূড়ান্ত বিজয়ের আগে মিষ্টির নাম যারা নেই... তারা বাস্তববিবর্জিত। কেন্দ্রের ঘোষণার গুষ্টি কিলাই... নিশ্ছিদ্র নিরাপত্তার মাঝে দাড়িয়ে আপনার মুখের বাইরের ঘোষণা... আর ফল ভুগতে হই সাধারনকে। ওইদিন মেনে নিবো... যেদিন পুলিশ পহরা ছেড়ে রাস্তাই এসে ওইসব সংখ্যালঘুদের আশ্বস্ত করছেন যে, না... তোমরা ভেবনা, আমরা তোমাদের পাশেই আছি, তোমাদের হয়েই লড়ছি। সবার প্রতি আমার বিনীত অনুরোধ... আবেগকে কন্ট্রোল করুন। অন্যান্য ধর্মের ভাইদের পাশে দাঁড়ান... শুধু ধর্মীয় কর্তব্যবোধে নয়, এতেই আপনার মানবিক দিক প্রকাশ পাই।

ঘৃণারস্বরে বলছি... 'ওরা আমাদের কেউ নয়, যারা অন্যের ধর্মকে শ্রদ্ধা করেনা'। হে আল্লাহ ! আমার দেশকে রক্ষা করো... (আমিন) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।