আমাদের কথা খুঁজে নিন

   

এমন উদারতা দেখানো কি ঠিক হলো



জানিনা সরকারের অর্থমন্ত্রী মহোদয়ের মন্ত্যব্য শুনে আমার মত ক্ষুদ্র একটা মানুষের মতামত ব্যক্ত করা উচিত হবে কিনা । সরকারের অর্থমন্ত্রীর এমন উদারতা দেখানো কি ঠিক হলো । মিডিয়ার খবরাখবর দেখে মনে হয় তিনি নিজেও জানেন না কোথায় কি হয়েছে এবং ১৯৯৬ সালে কোথায় কি হয়েছিলো । রবিবার ডিএসই এবং এসইসির সাথে আলোচনায় বসলে জানতে পারবেন । আমদেরকে জানান কে বা কারা কিভাবে আমাদের মত গরীব মধ্যবৃত্ত পাবলিকের টাকা গুলি নিয়ে গেল ।

বুঝতে পারলাম না এত তারাতারী কেন এত উদারতা প্রদর্শন করতে চাইছেন, এখানেইতো শেষ না, সুযোগ পেয়ে কেহ যদি আপনার পদত্যেগের আবদার করে বসে তখন কি হবে । উদর পিন্ডি ভোদর ঘাঁড়ে চাপানো হলে কি আমাদের টাকা ফেরত পাবো ? কোন দিনই পাবো না । সরকারের কেহ এমন বক্তব্য দিলে প্রভাবটা এসে সরকারের উপর পরে । যেমন ”মহাজোট সরকারের সাফল্য-০১” শিরোনামে একটা ব্লগে পড়লাম । ব্যপারটা এমন হয়ে গেল যে, কাগজপত্র ছাড়া পাওনা টাকা আদায় করতে এসে পাওনাদারের প্রাথমিক চিন্তা ভাবনার মতই, এক বার খালি স্বীকার করুক না টাকা পাই তারপরে আদায় কেমনে করতে হয় পরেরটা পরে দেখা যাইবো ।

এমনিতেই সরকারকে ছাঁই দিয়া ধরা যাইতেছে না তার মধ্যে সরকারের অর্থমন্ত্রী পদের প্রতি সম্মান দেখাতে যাইয়া নৈতিকতা প্রদর্শন পূর্বক এমন উদার মন্তব্য করিলে সম্পূর্ন সরকাকেই দ্বায়ীবদ্ধ করার মত । সরকারের কেউ জড়িত না থাকলে সরকার চুপ থাকবে কেন । মন্ত্রী মহোদয় সত্যিই যদি জানেন তবে আমাদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করে দিন । আর যদি আমাদের টাকা ফেরত দিতে নাই পারেন তবে দয়া করে এই বিষয়টি নিয়ে কেহ রাজনীতি করবেন না, করলে আমার আপত্তি আছে । কারন শেয়ার কিনে টাকা গচ্চা গেল আমার আর রাজনীতি করবেন যারা এক টাকার শেয়ার ও কিনেন নাই তারা ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।