আমাদের কথা খুঁজে নিন

   

অতঃপর...মুখোশ উন্মোচন...!!!

ঃঃঃঃ চল বহুদূরে...নির্জনে আড়ালে লুকোই...ঃঃঃ অতঃপর...যুদ্ধাপরাধী বিচার প্রসঙ্গে তাদের মুখোশ উন্মোচিত হল। তাদের এই রূপ অনাকাঙ্ক্ষিত নয়। বলা যায় যুদ্ধাপরাধীদের পাশেতো তাঁরা জন্ম লগ্ন থেকেই আছে। তারাই তো এদের বিচার বন্ধ করেছিল সেই ৩১ডিসেম্বর ৭৫' এ, ক্ষমতা গ্রহনের মাত্র ৫৪ দিনের মাথায়। মুক্ত করে মুক্ত হাওয়ায় রাজনীতি করার লাইসেন্সও দিয়েছিল এই দলের প্রতষ্ঠাতা।

তার আত্মার শান্তি নিশ্চয়ই বর্তমান নেত্রী ব্যাঘাত ঘতাবেন না। বিএনপি এই দেশের মানুষের সেন্টিম্যান্টে আঘাত করেছেন। অপমান করেছেন লাখো শহীদের অতৃপ্ত আত্মাকে, লাঞ্ছিত লাখো মা-বোনের বুকে জমে থাকা কষ্টকে। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির আদেশের পর সারা দেশে সহিংসতা ছড়াল কে? আর এমন হিংস্র আক্রমনকে তিনি ক্ষমতায় থাকলে পুলিশ কি করতো? এত মৃত্যু কারো কাম্য নয়। কিন্তু এই মৃত্যু যজ্ঞের কারণ জামায়াতের সহিংস রাজনিতি-পক্ষান্ততে এই হত্যাযজ্ঞের দায় শুধু মাত্র তাদের।

জামায়াত-শিবির এ্মনিতেই জ্বেহাদ ভেবে বন্দুকের গুলির সামনে জেতে ভয় পায় না। অল্পতে বেহেস্তে যাবার চাবি তাঁরা হাত ছাড়া করতেও চায় না। তাই সহিংস হতে তাদের বুক এতটুকু কাঁপে না। মাঝে পড়ে যায় দেশের সাধারণ মানুষ। প্রাণ যায় তাদেরও।

কী দোষ করেছিলো চট্টগ্রাম-কুমিল্লার হিন্দু সম্প্রদায়? কেন তাদের ঘর বাড়ি জালিয়ে দেয়া হল? কেন প্রতিমা ধ্বংস করা হল? াগ এই বিষয়ে তো কিচ্ছু বললেন না তাঁরা? যেমন বলেনি জাতীয় পতাকা-শহীদমিনার অবমাননার পরও। এক কথায়- বিএনপি যুদ্ধাপরাধীর বিচারের পক্ষে নয়। জামায়াতের রাজনীতি বন্ধের কথা তো তাঁরা ভাবতেই পারে না। , দেশকে কোন সঙ্ঘাতের দিকে ঠেলে দিতে চাচ্ছেন বেগম জিয়া? দেশের মানুষের প্রাণের দাবীর প্রতি কেন তার এই অনিহা? আজ মনে হচ্ছে শহীদ বেদিতে কিংবা স্মৃতি সৌধে সম্মান জানানোর অধিকার তিনি হারিয়েছেন। যদি তিনি ভবিষ্যতে তা করে থাকেন তো তা হবে লাখো শহীদদের প্রতি কিংবা সম্ভ্রম হারানো লাখো মা-বোনের ইজ্জতের উপর তার বলাৎকার।

My Name Is Haque & I am Not A Nastiq (Not An Atheist)... ...اسمي انعام الحق وأنا لست ملحد ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।