আমাদের কথা খুঁজে নিন

   

২০১১ সালের বিশ্বকাপে ১৪ টা দলের ১৫ জন করে মোট ২১০ জনের নাম ও তাদের বিস্তারিত তথ্য জেনে নিন। (২য় পর্ব)

স্বাধীন দেশে স্বাধীন ভাবে চলতে চাই.......

দশম বিশ্বকাপ খেলার জন্য ১৪ দেশের ২১০ ক্রিকেটার আইসিসির তালিকাভুক্ত হয়েছে। ১৯ জানুয়ারি ছিল খেলোয়াড় তালিকা জমা দেয়ার শেষ দিন। এর মধ্যে কানাডা ১৬ জন খেলোয়াড়ের তালিকা জমা দিয়েছে। ১৯ ফেব্রুয়ারি ঢাকায় বাংলাদেশ-ভারত ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হবে। মোট খেলা হবে ৪৯টি।

তার মধ্যে বাংলাদেশের দু'টি কোয়ার্টার ফাইনালসহ ৮টি (ঢাকায় ৬, চট্টগ্রামে ২)। ভারতের ফাইনালসহ ২৯টি এবং শ্রীলংকার ১২টি খেলা হবে। এ গ্রুপে লড়বে অস্ট্রেলিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড, শ্রীলংকা, জিম্বাবুয়ে কেনিয়া, কানাডা। বি গ্রুপে লড়াই হবে বাংলাদেশ, ভারত দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্টইন্ডিজ আয়ারল্যান্ড নেদারল্যান্ড। ১৪ দলের খেলোয়াড় তালিকা দেয়া হলো।

৬. অস্ট্রেলিয়া: রিকি পন্টিং (অধিনায়ক), মাইকেল ক্লার্ক (সহ-অধিনায়ক), ডগ বলিঞ্জার, ব্রাড হাডিন, জন হেস্টিংস, নাথান হারিজ, ডেভিড হাসি, মাইকেল হাসি, মিচেল জনসন, ব্রেট লি, টিম পেইন, স্টিভেন স্মিথ, শন টেইট, শেন ওয়াটসন, ক্যামেরুন হোয়াইট। বিস্তারিত ৭. দক্ষিণ আফ্রিকা: গ্রায়েম স্মিথ (অধিনায়ক), হাশিম আমলা, জোহান বোথা, জেপি ডুমিনি, জ্যাক ক্যালিস, এবিডি ভিলির্য়াস, কলিন ইনগ্রাম, ইমরান তাহির, ফাফ ডু পিস্নসিস, রবিন পিটারসেন, মর্নে মরকেল, ওয়েইন পার্নেল, ডেল স্টেইন, লনওয়াবো, সোতসোবে, মর্নি ভ্যান উইক। বিস্তারিত ৮. নিউজিল্যান্ড: ড্যানিয়েল ভেট্টরি (অধিনায়ক), হ্যামিশ বেননেট, জেমস ফ্রাঙ্কলিন, মার্টিন গাপটিল, জেমি হাউ, ব্রেন্ডন ম্যাককুলাম, নাথান ম্যাককুলাম, কাইল মিলস, জ্যাকব ওরাম, জেসি রাইডার, টিম সাউদি, স্কট স্টাইরিশ, রস টেইলর, কেম উইলিয়ামসন ও লুক উডকক বিস্তারিত ৯. ওয়েস্ট ইন্ডিজ: ড্যারেন সামি (অধিনায়ক), ক্রিস গেইল, ডয়েন ব্রাভো, ড্যারেন ব্রাভো, করন পোলার্ড, রামনারেশ সারওয়ান, ডেভন স্মিথ, কারল্টন বফ, অ্যান্ড্রি রাশিল, বাভি রামপল, সুলায়মান বেন, নিকিতা মিলির, খেমার রচ, শিব নারায়ণ চন্দরপল, অ্যান্ডেইন বারাথ বিস্তারিত ১০. জিম্বাবুয়ে: এলটন চিগুম্বুরা (অধিনায়ক), রেজিস চাকাবা, চালর্স কভেন্ট্রি, গ্রেম ক্রিমার, ক্যারিগ আরভিন, গ্রেগ ল্যাম্ব, মাসাকাদজা, ক্রিস এমপফু, রে প্রাইস, এড রেইন ফোর্ড, তাটেন্ডা তাইবু, ব্রান্ডেন টেইলর, প্রসপার উতসেয়া, সিন উইলিয়ামস বিস্তারিত আগের পর্বটা এখানে দেখেন। বাকীগুলো আগামি পর্বে। সাহায্য : ইত্তেফাক ও ক্রিইনফো


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।