আমাদের কথা খুঁজে নিন

   

কর দিন, দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করুন।



আমার এই পোস্টটি কর বিষয়ক দেখে অনেকে হয়তো পড়তে চাইবেন না। তাদের প্রতি আমার বিশেষ অনুরোধ, বিষয়টি একবার পড়–ন, বুঝার চেষ্টা করুন, পোষ্টটিতে কোন জায়গায় ভুল কোন বাক্যটি আপনার ভাল লেগেছে তা মন্তব্য করুন। কর বিষয়টি দেশের অর্থনীতির সাথে উতপ্রোতভাবে জড়িত। এই কর দিয়ে সরকার অনেক কিছু করতে পারে দেশের জন্য। কমতে পারে বৈদেশিক ঋণ।

করের ভাল দিক.. আমাদের প্রতিবেশী দেশ পার্শ্ববর্তী দেশ ভারতের অর্থনীতিকে দেখেন। অনেকে হয়তো জানেন আবার অনেকে জানেন না যে ভারতের প্রতিটি নাগরিকই কর দেয়। যদিও বা কিছুটা গোপন রাখে, তারপরও তারা কর দেয়। তাই তাদের অর্থনীতি আজ এত মজবুত। আমরা বাংলাদেশের নাগরিকরা চাইলে আমাদের দেশকেও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে পারি।

ভাবছেন কিভাবে সম্ভব? একেবারেই সহজ। আমরা আসলে যা আয় করছি সরকার তো আমাদের পুরো অংশটাই চাচ্ছে না কর হিসাবে। তার ছোট একটা অংশ মাত্র দিতে হয়। যার যে পরিমাণ আয় সে সেই পরিমাণ কর দিলে অনেক টাকা কর আদায় হয়। একটু খেয়াল করলে দেখবেন আমরা এই সামান্য করের চেয়ে আরো অধিক পরিমাণ টাকা অযথা নষ্ট করি ধুমপান, মদ্যপান, জুয়া ইত্যাদিতে।

আমরা এই বিলাসীতা ছেড়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভাবার এখনই সময়। এখন থেকে যদি আমরা সচেতন না হই তাহলে অদূর ভবিষ্যতে দেশে অর্থনৈতিক সংকট দেখা দিতে পারে। আমরা যে টাকা অপচয় করছি তা অযথা। নিয়মিত কর দিলে সরকারের খাতায় নিজেকে পরিস্কার রাখলে কোন সময় টাকার প্রয়োজন হলে তখন আপনি বাংলাদেশের একজন গর্বিত করদাতা হিসাবে যে কোন ব্যাংক আপনাকে সহজ শর্তে ঋণ প্রদান করে আপনাকে সাহায্য করতে পারে। বাঙ্গালীর পারে না এমন কাজ খুবই কম আছে।

বাঙ্গালীরা পারে ভাষার জন্য প্রাণ দিতে, বাঙ্গালীরা পারে তাদের অধিকার আদায় করতে এবং বাঙ্গালীরা পারবে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে উন্নত দেশ হিসাবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড় করাতে। আসুন আমরা আবার ঐক্যবদ্ধ হই। কাজ করি দেশের স্বার্থে, দেশকে এগিয়ে নিয়ে যায় উন্নতির দিকে। আমরা সামনে এগুবো, পিছনে তাকাব না.........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।