আমাদের কথা খুঁজে নিন

   

ডাউনলোড করুন (লিরিকসহ) আমার প্রিয় শিল্পী বাপ্পার খুব ভালো প্রেমের একটি গান



বাপ্পা মজুমদারের সব গান পাগলের মতো শুনি। এক মুঠো গান-২ এ্যালবামের 'হুকুম দিলে' গানটি আমাকে রীতিমতো গানটির প্রেমে ফেলে দিয়েছে। আশা করছি আপনারও ভালো লাগবে। হুকুম দিলে এই শহরে থাকবে না আর পাখি, হুকুম দিলে এই পৃথিবী আগুন দিয়ে মাখি, তোমায় ভেবে যে নিজেকে নেয় অথবা রেগে, হুকুম দিলে সেই ছেলেটার হাত পা দিবো ভেঙ্গে। বীর বাহাদুর যে কবি বল তোমায় বেশি চেনে, হুকুম দিলে পাঠিয়ে দিবো ইরাক ফিলিস্তিনে, তোমার হুকুম করবো তামিল আমি সারা বছর, কে দেখেছে আমার মতন নাছোড় বান্দা নাছোড়।

হুকুম দিলে ভিআইপিরাও ছুটবে তাড়াতাড়ি, মানিক মিঞার মাঝখানেতে হবে তোমার বাড়ী, হুকুম দিলে হাতের ঝিলে গড়বো কুতুব মিনার, ঠায় পাবে না তুমি ছাড়া ডলার কিংবা দিনার। হুকুম দিলে রাতকে আমি আনবো টেনে দিনে, আমি ছাড়া এই আমাকে আর কে বেশি চিনে, তোমার হুকুম করবো তামিল আমি সারা বছর, কে দেখেছে আমার মতন নাছোড় বান্দা নাছোড়। কখন তুমি হুকুম দিবে কখন আসবে প্রহর, বললে তুমি ঠাঁয় দাঁড়িয়ে থাকবো সারা বছর, এক হুকুমের আশায় আমি ঘর ছেড়েছি কবে, হুকুম দিলে রাজ্য জুড়ে পাথর বৃষ্টি হবে, সেই বরষায় ভাঙ্গবে মাথা, আমি ছাড়া সবার, তারপরে আর সাধ হবে কার, তোমার সঙ্গী হবার? তোমার হুকুম করবো তামিল আমি সারা বছর, কে দেখেছে আমার মতন নাছোড় বান্দা নাছোড়। হুকুম দিলে এই শহরে থাকবে না আর পাখি, হুকুম দিলে এই পৃথিবী আগুন দিয়ে মাখি, তোমায় ভেবে যে নিজেকে নেয় অথবা রেগে, হুকুম দিলে সেই ছেলেটার হাত পা দিবো ভেঙ্গে। বীর বাহাদুর যে কবি বল তোমায় বেশি চেনে, হুকুম দিলে পাঠিয়ে দিবো ইরাক ফিলিস্তিনে, তোমার হুকুম করবো তামিল আমি সারা বছর, কে দেখেছে আমার মতন নাছোড় বান্দা নাছোড়।

ডাউনলোডঃ হুকুম দিলে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।