আমাদের কথা খুঁজে নিন

   

৭১ এ কত মরছে তার একটা হিসাব দাও তো বাবাধনে রা

পরিচয় দিতে আগ্রহী নই। জামাত-শিবির তো বলছে গত ২ দিনের মৃত্যু ১৯৪৭ থেকে অনেক বেশি! হায়রে পাগল সমর্থকেরা রে, তোরা যে ৭১ এর বিরোধিতা করিস এ নিয়া আমার আর কোন সন্দেহ নাই। ৭১ এ কত মরছে তার একটা হিসাব দাও তো বাবাধনে রা। এই হত্যার বিরোধিতা আমিও করছি , আমরা এর প্রতিবাদ জানাই, কিন্তু পুলিশের উপর তাদের আঘাত কেন তা জানতে চাই। পুলিশ রা কি মানুষ না? সাধারন মানুষের জন্য তারা আপনাদের ঠেকাতে চেয়েছে, আপ্নারা তাদের আঘাত করতে চেয়েছেন, তারা তার জবাব দিয়েসে।

তবে এই জবাব টা আমিও আশা করি নাই। আমিও এই ৫০ জন এর মৃত্যুর জন্য শোক প্রস্তাব করছি, তারা যে দলের হোক না কেন তাদের উপর গুলি বর্ষনের বিরোধি, আশা করি এর বিচার হবে। তবে আমার মনে হচ্ছে এ ক্ষেত্রে পুলিশের খুব শক্ত অবস্থান আছে, কারন আঘাত আগে পুলিশ করে নাই আমি যত টা জানি। এর সবুজ বাংলা নামক তালেবান বাংলা না, আমি বাংলাদেশ চাই। আপ্নাগো এখানে স্থান দিতে পারুম না, পাকিস্তানের কাছে আবেদন জানাই তারা যেন আপ্নাগোর লইয়া যায়, আপ্নারাও পাক মাটির স্বাদ পাবেন, আমরাও স্বাধিন বাংলার স্বাদ পাবো।

আমরা আপনাদের দুঃখ বুঝি, আমরা আসা করি আমরা আপনাদের পাকি ভুমি তে পাঠানোর সর্বোচ্চ চেস্টা করবো, কারন আপ্নারা এই দেশে যত দিন থাকবেন, আপ্নারা এই ভুমি কে পাকিস্তান মনে করে বসে থাকবেন, আপনাদের বুদ্ধি এক্টো কম তো, তাই বুঝতাছেন না, এটা আর পাকিস্তান নাই রে ভাই, ১৯৭১ এ তোগো আর্মিগো ভাগাইয়া দিছি। তয় ভাই তোগো জন্ম তো ৭১ এর অনেক পরে, তাও তোগো এত পাকি টান আইলো কনহান তে? সকলের দৃষ্টি আকর্ষন করছি। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।