আমাদের কথা খুঁজে নিন

   

নিটেড টি-শার্ট ফেব্রিক কনজাম্পশন ও কষ্টিং পদ্ধতি (Knitted Tshirt consumption & Costing Formula )

নির্ঘুম আর ঘুম ! অনিয়মে নিয়মিত এলোমেলো , স্বপ্ন যেন যন্ত্রনা ! স্থিরতা আর অস্থিরতা কুড়ে কুড়ে খাচ্ছে স্বকীয়তা !

সম্মানিত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম । আজ আমি আপনাদের জানাবো টি -শার্ট এর জন্য কতটুকু ফেব্রিক দরকার ও তাঁর দাম বের করার পদ্ধতি । আশা করি আমার এই পোষ্ট টি আপনাদের প্রয়োজনে আসবে । All Measurement are in CM মনে করি গার্মেন্টস এর সাইজ এস বডি লেনথ - ৬৬ সিএম + বটম হেম ৩ সি এম + সোল্ডার ১ সিএম = ৭০ সিএম = ২৭.৫৬ ইঞ্চি ( ২.৫৬ এই এম = ১ ইঞ্চি ) ১/২ চেষ্ট - ৪৮ সিএম + সাইড ৩ সিএম = ৫১ সি এম = ২০ ইঞ্চি ১/২ আর্মহোল ল ঃ ২১ সিএম + এ্যালাউন্স ২ সিএম = ২৩ সি এম ফুল আর্মহোল ল ঃ ২৩ সি এম X ২ = ৪৬ সি এম = ১৮ ইঞ্চি বডি ফেব্রিক ক ঃ বডি লেনথ X চেস্ট X ২ = ২৭.৫৬ X ২০X২ = ১১০২ বর্গইঞ্চি স্লিভ ফেব্রিক ক ঃ স্লিভ লেনথ X আর্মহোল X ২ = ১০X ১৮ X ২ = ৩৬০ বর্গ ইঞ্চি মোট ফেব্রিক কনশাম্পশন বডি ফেব্রিক + স্লিভ ফেব্রিক / ফেব্রিক উইডথ + ওয়েস্টেজ ৭% ( = ১১০২ + ৩৬০ / ৬০ ইঞ্চি + ৭% = ২৪ ইঞ্চি + ৭% ওয়েস্টেজ =২৫.৬৮ ইঞ্চি / ৩৬ ( ৩৬ ইঞ্চি = ১ গজ ) =০.৭১ X ১২ ( ১ ডজন = ১২ পিচ গার্মেন্টস ) = ৮.৫৬ গজ সুতরাং প্রতি ডজনের জন্য ৮.৫৬ গজ কাপড়ের প্রয়োজন । গজকে কেজিতে রুপান্তর করার নিয়ম মনে করি কাপড়ের ওজন = ১৮০ গ্রাম/ স্কয়ার মিটার কাপড়ের পরিমান =৮.৫৬ গজ সুত্র -- মার্কার লেনথ (৮.৫৬ X ৩৬ ইঞ্চি ) ফেব্রিক উইডথ (৬০) ফেব্রিক ওয়েট (১৮০ গ্রাম) /১৫৫০/১০০০ = ২.১৫ কেজি ( প্রতি ডজনের জন্য ) মনে করে ফেব্রিক কেজি ৩০০ টাকা ২.১৫ কেজির মুল্য = ৩০০X ২.১৫ = ৬৪৫ টাকা ৬৪৫ / ১২ ( একটির দাম বের করতে ) = ৫৩ টাকা আপনাদের সকলকে ধন্যবাদ । আরো কিছু জানতে চাইলে যোগাযোগ করতে পারেন সাধ্যমত চেষ্টা করবো । ভাল থাকুন সবাই । মো ঃ রায়হান আরিফিন ইমেইলে গালাগালি / সমালোচনা করতে ঃ ফেইসবুক প্রোফাইল লিঙ্ক -https://www.facebook.com/arifinguitarman ব্রান্ড ফেইসবুক লিঙ্ক - https://www.facebook.com/shishirbindubd ফেইসবুক শিশিরবিন্দু প্রিন্টিং ল্যাব -www. facebook.com/sbscreenprint প্রোমোশনাল প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার - http://www.facebook.com/sbppm অনলাইন বিডি মিউজিক্যাল টি-শার্ট স্টোর https://www.facebook.com/sbmts

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।