আমাদের কথা খুঁজে নিন

   

কোরিয়ান নৌবাহিনী কতৃক কোরিয়ান জাহাজ সামহো জুয়েলারী উদ্ধার অভিযান এর কিছু শ্বাসরুদ্ধকর রিয়েল টাইম ছবি (আজকেই তোলা)

রানিং এন্ড রানিং...

আগের পোষ্টে কোরিয়ান জাহাজ উদ্ধারের খবর দিয়েছিলাম ঘটনা ঘটার ৩০ মিনিট এর মধ্যেই। আগের পোষ্ট টি নিচের লিঙ্কেঃ Click This Link এবার এই অভিযান এর কিছু শ্বাস রুদ্ধকর ছবি দিলাম একের পর এক সিরিয়ালি। ১) দূর থেকে সোমালীয় দস্যু কতৃক দখলকৃত জাহাজ ২) কমান্ডো দের জাহাজে ঊঠার মুহুর্ত। হেভি ফায়ারের অনেক ছিদ্র দেখা যায় ৩) দূর থেকে স্পট লাইট ফেলা হয়েছে। অনেক ফায়ার হয়েছে, তাই অনেক ছিদ্র দেখা যাই জাহাজের বিভিন্ন অংশে ৪) কোরিয়ান কমান্ডো জাহাজের ২ তলায় উঠে পড়ছে ৫) জাহাজের ক্রু দের নিরাপদে বের করে আনা হচ্ছে ৬) ৫ দিন পরে জাহাজের মুক্ত নাবিকগন বাইরে তাকিয়ে প্রাণ ভরে শ্বাস নিচ্ছে ৭) কমান্ডো বাহিনী কিছু দস্যু কে আটক করেছে। এই অভিযানে ৮ জন দস্যু গুলিতে নিহত হয় এবং জাহাজের একজন ক্যাপ্টান সামান্য আহত হয় এখন আমার প্রশ্ন আমাদের সরকার আমাদের জাহাজ, নাবিক সহ নিরাপদে উদ্ধার এর জন্য কি করছে? কোরিয়ান এই জাহাজ সোমালিয়া থেকে ১৩০০ কিমি দূরে থাকা অবস্থায় অভিযান চালিয়ে উদ্ধার করেছে। আর আমাদের জাহাজ ১০ দিন ধরে সাগরে চলার পরেও কোন একশন চালানো বা কোন কিছু করা হলো না। কারন একবার সোমালিয়া তীরে ভিড়ে গেলে টাকা বা মুক্তিপণ দেওয়া ছাড়া আর কোন উপাই থাকবে না। যাইহোক, সেই সুযোগ যখন মিস হয়ে গেছে, এখন, যত দ্রুত সম্ভব মুক্তিপণ দিয়ে আমার নাবিক দের সুস্থ ভাবে উদ্ধার করা হোক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.