আমাদের কথা খুঁজে নিন

   

খুব ইচ্ছে করে

এতকিছুর মাঝেও খুব ইচ্ছা করে, একটু আড্ডা দিই। আমি আবার খুব আড্ডাবাজ কি না। দেশের এত অস্থিরতা, দেশের মানুষগুলোর এত অসহিষ্ণুতা সরিয়ে; রাজনৈতিক মতাদর্শিক মানুষ কিংবা সাধারণ মানুষ এবং তথাকথিত সচেতন ও শিক্ষিত মানুষগুলোর চরমপন্থী মনোভাব-- সবকিছু একপাশে সরিয়ে প্রিয় মানুষগুলোর সাথে আড্ডা দিতে আমার বড্ড ইচ্ছে করে। কথা বলতে পারি না বলে আজকাল আমার দম বন্ধ হয়ে আসে। কথা বললেও বিপদ।

বাচাল মানুষ আমি। আমার বাচালতা সীমা ছাড়িয়ে গেলে কে আবার কী মনে করবে, সারাক্ষণ সেই ভয়। কাউকে হারাতে চাই না। স্বল্পভাষী হতে চাই। কাছের মানুষগুলোকে আরো কাছে রাখতে চাই।

সবার মঙ্গল চাই। আমি কিছুক্ষণ কথা বলতে চাই। না হয় একটু ঝগড়াই করলাম। কারণ আমি ঝগড়াটেও বটে। কাছের মানুষ: কী ব্যাপার, কথা বল না কেন? আমি: কী বলব? কাছের মানুষ: যা ইচ্ছা তাই বল।

আমি: আমি কথা খুঁজে পাই না। কাছের মানুষ: আমি একা একা কতক্ষণ কথা বলব? আমি: কথা বলতে না পারলে বোল না। কাছের মানুষ: বুঝছ, ঐদিন হইছে কী................ আমি: শুনেই যাচ্ছি..................। আমার শুনতেই ভাল লাগে। তাই আমি শুনি।

মাঝে দুএকটা মন্তব্য করি। তার ভাল হবে মনে করে দুএকটা পরামর্শ দিই। কিন্তু এটাও তো সত্যি, সেই মানুষগুলো একতরফা আর কতক্ষণ কথা বলবে আমার সাথে? হারাতে চাই না, কাউকে না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।