আমাদের কথা খুঁজে নিন

   

পিলাচ/মাইনাচ না দিতে পারিয়া মনের দুঃখে একখান পোস্ট লিখলাম



সারা ব্লগ ঘুরে আসলাম,কিছু লেখা পড়ে আনন্দিত হইলাম,কিছুতে হইলাম বিরক্ত,মাগার পিলাচ-মাইনাচ না দিতে পারিয়া চুল ছিড়ার উপক্রম হইতেছে!! আচ্ছা,মডু যে এইরকম একটা কাজ করল এইটা কিসু হইল!!! মাইনাছ দিলে নাকি গরু,ছাগু রা লেখার উৎসাহ হারিয়ে ফেলবে!!! আরে,সব প্রাণীই কি মানুষ??সবার লেখা উৎসাহিত করার কোন কারণ তো দেখি না। কতগুলা ব্লগার আছে,লেখার মাঝে আজে-বাজে গালিগালাজ করবে,নির্দিষ্ট মানুষ,বা কোন নির্দিষ্ট গোত্রকে আজে-বাজে গালিগালাজ করবে!!এমনকি ডিরেক্র ইভ-টিজিং ও করে। তাদের কে আমরা বইসা বইসা কমেন্ট দিলে কি মোডুর সময় হবে সব পড়ে দেখার?নাকি আলোচিত-সমালোচিত ব্লগের পরিসংখ্যানের সবচেয়ে সহজ উপায় ছিল প্লাস-মাইনাসের?? আর এমন অনেক লেখায় এত কমেন্ট থাকে যে শেষ পর্যন্ত গিয়ে কমেন্ট দেখব,তার চেয়ে সোজা প্লাস-মাইনাস দিয়ে সংক্ষেপে নিজের ভালো-লাগে,মন্দ লাগা ,ভাবাবেগ প্রকাশ করা যায়!! আশা করছি,আমাদের মনের গভীরে যে প্লাস-মাইনাস আছে তা আমরা সামুর মাধ্যমে প্রকাশ করতে পারব ##প্লাস-মাইনাস দিতে মন চায়!!! ##

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।