আমাদের কথা খুঁজে নিন

   

...এবং বিয়ে



উত্তর হচ্ছে না। বিয়ে জীবনের সবকিছু না, তবে অনেক কিছু। প্রশ্নের আগে উত্তর। অনেকটা ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেয়ার মতো। এক্ষেত্রে একটি মজার ব্যাপার আছে।

উত্তরের ধরণ থেকে প্রশ্নটি খুঁজে বের করা। এখানে এমন অনেকেই আছেন, যাদের ঝুড়িতে অবসর সময় আছে প্রচুর। ভাববার দায়িত্বটি তাদের হাওলা করে দিয়ে চলুন আমরা বরং সামনে আগাই। এই পোষ্টে বিয়ে নিয়ে হালকা থেকে মাঝারী ধরণের কিছু কথাবার্তা বলবো বলে ঠিক করেছি। আজ শুধু পরিবেশটা তৈ্রি করে রাখি।

তাহলে শুরু-১/ কনে দেখা। বিয়ের প্রথম দিকের সবচে' গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কনে দেখা। বর পক্ষের ১৪ গোষ্টি হতে যতা সম্ভব বেশি পাবলিক নিয়ে কনে দেখতে যাওয়া হয়। এখানে মজার ব্যাপার হচ্ছে, যিনি বিয়ে করবেন, মাঝে-মধ্যে বর বাবাজিকে ছাড়াই কনে দেখার কাজটি সম্পর্ন করে নেয়া হয়। কনের বাবাকে কন্যা সন্তান জন্ম দেয়ার প্রাথমিক শাস্থি হিসেবে এই বিশাল বহরকে ভালো আয়োজন দ্বারা আপ্যায়ন করতে লাগে।

খাওয়া-দাওয়া শেষে কনেরচে' বেশ কিছু কালো গায়ের রংওয়ালী ভাবি টাইপ কাউকে দিয়ে কনেকে হাজির করা হয় বরপক্ষের সাননে। তারপর শুরু হয় আপাদমস্তক চেকাপ! সর্বরোগ বিশেষজ্ঞ কোনো ডাক্তারও তার রোগীকে এভাবে চেক করে দেখেন না যেভাবে দেখা হয় মেয়েটিকে ... মাথা থেকে ঘোমটাটা একটু সরাও তো মা, মুখ খানা ভালো করে দেখি ! একটু পেছনে তাকাও তো! দেখি মা'মনির চুলগুলো কেমন! মা একটু হাসো তো! দেখি দাঁতগুলো দেখি... এভাবে হাতের আঙুল, পায়ের নখ,চোখের পুতলি, থেকে শুরু করে পেটের ভেতরের কথা এবং হাসির শব্দ পর্যন্ত-সব পরীক্ষা করা হয়! সব শেষে বলা হয় এবার একটু হাটো তো মা, দেখি হাটার ষ্টাইলটা কেমন! অথচ যে কাজটি করা উচিৎ ছিলো অথচ করা হয় না , তা হলো... ...আজ এটুকুই থাকুক, আস্তে আস্তে চলুক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।