আমাদের কথা খুঁজে নিন

   

বন্দি-সন্ধি

মইধ্যে রাইতে লুকাইয়া লুকাইয়া হাসতাম কিন্তু অহন আর হাসবারও পারি না, কিচ্চু হইলেই ঝারি মারে :( ওই কুটকুট কইরা হাসবি না!

বন্দি-সন্ধি - মো. সোলায়মান হোসাইন আমার আমিতে, আমার ঠিকানা, আমারই নাই জানা। বৃত্তের ভেতর বাক্সে বন্দি, আমার মন-তনুর সন্ধি। স্বপ্ন খুজি চোখের কোণে ঘরের কোণে ঘর করে, চাওয়া স্বপ্নের ছায়া হয়ে, সুরের গলায় গান ধরে। পরিচিত রঙে স্বপ্নআকা আশা তবু মরিচিকা। আধারে অধিকার পোহাতে সুর তোলে বকুল, জাগরণ বন্দি হাতে, নিস্তব্ধতা বৃষ্টি ভেজাতে ব্যাকুল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।