আমাদের কথা খুঁজে নিন

   

কবি, নৃ-বিজ্ঞানী ও অনুবাদক আবদুস্ সাত্তারের ৮৫তম জন্মদিন পালিত



কবি, নৃ-বিজ্ঞানী ও অনুবাদক আবদুস্ সাত্তারের ৮৫তম জন্মদিন পালিত পঞ্চাশের দশকের বিশিষ্ট কবি, নৃ-বিজ্ঞানী ও অনুবাদক আবদুস্ সাত্তারের অবদান অনস্বীকার্য। তাঁর কবিতা ও অন্যান্য কর্ম বাংলাভাষা ও সাহিত্যের সম্পদ হয়ে রয়েছে। তাঁর সাহিত্যকর্মের চর্চা নতুন প্রজন্মের কবি-সাহিত্যিক-শিল্পীদের আলোকিত পথে চলতে অনুপ্রেরণা জুগিয়ে যাবে। ৮৫তম জন্মদিন উপলক্ষে ‘কবি আবদুস্ সাত্তারের কাব্যভুবন’ শীর্ষক সেমিনারে বক্তারা একথা বলেন। গতকাল (২০ জানুয়ারি, বৃহস্পতিবার) বিকালে রাজধানীর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে কবি আবদুস্ সাত্তার স্মৃতিপরিষদ আয়োজিত উক্ত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কবি ও শিশুসাহিত্যিক সাজজাদ হোসাইন খান।

কবি হাসান আলীমের সভাপতিত্বে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন কবি সোলায়মান আহসান। আলোচনায় অংশগ্রহণ করেন কবি আবদুল হাই শিকদার, কবি আসাদ বিন হাফিজ, চিত্রনায়ক শেখ আবুল কাসেম মিঠুন, কবি কামরুজ্জামান, কবি আবদুস্ সাত্তারের ছেলে ফারহান আস সাকিব ও নাঈম আস সাকিব, কবি খালিদ সাইফ, কবি আহমদ বাসির ও কবি আফসার নিজাম। সেমিনারে কবির কবিতা থেকে আবৃত্তি করেন আবৃত্তিকার ও অভিনেতা মুস্তাগিছুর রহমান। অনুষ্ঠানে সম্মানীত অতিথি ছিলেন বেগম আবদুস্ সাত্তার। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আবদুস্ সাত্তারের কবিতা অকৃত্রিম।

পাঠ করলেই ভালো লাগার অনুভূতি তৈরি হয়। তাঁর জীবন ও কর্ম নিয়ে আলোচনা একটি গুরুত্বপূর্ণ কাজ। কবি হাসান আলীম বলেন, কবি আবদুস্ সাত্তার বাংলাভাষার অন্যতম প্রধান কবি। তিনি মৃত্তিকা সংলগ্ন ভালোবাসা, বিশ্বাস ও ঐতিহ্যের কবি। প্রবন্ধকার তার প্রবন্ধে বলেন, নানামুখী কর্মকাণ্ডে আবদুস্ সাত্তারের মতো পারদর্শী ব্যক্তিগত, অনন্য প্রতিভা এদেশে খুব বেশি জন্মগ্রহণ করেননি।

তিনি বহমান মরমী ধারার একজন আধুনিক রূপকার। দেশপ্রেম, মাটি ও মানুষের প্রতি ভালোবাসা এবং নিজের পরিচয় সচেনতাÑ সব মিলিয়ে আবদুস্ সাত্তার একজন মহন কবি।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।