আমাদের কথা খুঁজে নিন

   

কিছু দরকারী Professionalism TIPS! (জনতা মাইন্ড খাইয়েন না)



১. হঠাৎ বৃষ্টি, আশ্রয় নেওয়ার জায়গা নেই? –প্যান্ট বা লুঙ্গি যাই-ই থাকুক তাড়াতাড়ি মাথায় দিয়ে চলুন। অনেকে বলবেন জামা খুলে দেওয়া যেতে পারে কিন্তু কথা হলো গায়ে ঠান্ডা লাগে গায়ের নিচে না। ২. সেমিনার, সিম্পোজিয়ামে বা এমন পরিস্থিতিতে টয়লেট চাপার আশঙ্কা থাকলে- পকেটে always পলিথিন রাখুন। ৩. ফার্মগেটের মত জায়গা থেকে পিক আওয়ারে বাসায় যাবেন, চিন্তা করছেন এই ভিড়ে কিভাবে গাড়িতে উঠবেন? – কাগজে মোড়ানো কনডেন্স মিল্কের কৌটা সবসময় ব্যাগে রাখুন। গাড়ির দরজার কাছে ভিড় দেখলে কৌটাটি ফেলে বোমা বোমা বলে চিৎকার করুন দেখবেন ভিড় ফাঁকা।

৪. হাচ্চি দিতে যেয়ে নাকের জিনিস বেরিয়ে গেছে, মোছার কিছু নেই?- পাশে বান্ধবীর ভালবাসার আচল ব্যবহার করুন। ৫. লুঙ্গি পরে বাসায় বা বাইরে গেলে খুলে যাওয়ার ভয়? always ক্রিকেট খেলার সেফ গার্ড ব্যবহার করুন। ৬. ঘুষ খেতে যেয়ে বসের কাছে ধরা খেয়েছন?- বসের সাথে ৫০-৫০ শেয়ার করুন। ৭. বিয়ের পরেও চরিত্রের যান্ত্রিক ত্রুটি যায় নি? অফিসের সুন্দরী কলিগের সাথে ইটিস পিটিস করে ধরা খেয়েছেন? –পাঠক এখানে টিপস দিবেন...................... Absolute Professionalism.............. 1. কর্মক্ষেত্রে এক্সপার্ট হউন। মানে যেই কাজ আপনি সবচেয়ে ভাল পারেন সেটা নিয়ে থাকেন।

আলুর ব্যবসায়ী হলে গোস্ত বিক্রি করতে যেয়েন না। 2. যে কাজ ধরবেন ভালভাবে শেষ করবেন। 3. এমন কাজ শুরু করা উচিত নয় যে কাজে আপনার কোন ধারণা নেই। এটা চরম আনপ্রফেশনাল। 4. Scale your level. 5. Facebook-এ এমন কাউকে fr হিসেবে এড করবেন না যার স্টাট্যাস অরুচিকর ছবি দিয়ে ভরা।

6. কাজে আত্মবিশ্বাস রাখবেন আর always take care of you. -- এ অংশের কৃতজ্ঞতা অমি আজাদ ভাই

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।