আমাদের কথা খুঁজে নিন

   

শপথ নিলেন দুই বিচারক

প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন সোমবার দুপুরে তাদের শপথ পড়ান।
এই দুই বিচারক হলেন- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মো. শাহিনুর ইসলাম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাশিফা হোসেন।
সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের নিবন্ধক এ কে এম শামসুল ইসলাম।
সুপ্রিম কোর্টের আপিল ও হাই কোর্ট বিভাগ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ গত বুধবার এই দুই বিচারকের নিয়োগের আদেশ অনুমোদন করেন।

অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া  দুই বিচারক দুই বছর পর স্থায়ী হওয়ার সুযোগ পাবেন।
তাদের দুজনকে নিয়ে হাই কোর্টে বিচারকের সংখ্যা দাঁড়ালো ৯২ জনে। বর্তমান সরকারের আমলে এ পর্যন্ত মোট ৫০ জন অতিরিক্ত বিচারক নিয়োগ পেয়েছেন, যাদের মধ্যে ৩২ জনকে ইতোমধ্যে স্থায়ী করা হয়েছে।
আগামী ২০ অক্টোবর ১০ জন অতিরিক্ত বিচারকের মেয়াদ দুই বছর পূর্ণ হবে। এছাড়া আগামী জুনে আরো ছয়জনের মেয়াদ শেষ হবে।


বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে নিয়োগ পাওয়া দুইজন বিচারককে স্থায়ী করে বর্তমান সরকার।
এছাড়া বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অতিরিক্ত বিচারক হিসাবে নিয়োগ পেয়ে পরে বিএনপির আমলে বঞ্চিত ১০ জনকে আপিল বিভাগের রায়ের আলোকে হাই কোর্টে ফিরিয়ে আনা হয়।   এর বাইরে বঞ্চিত আরো একজনকে নিয়োগ দেয়া হয়।
এই ১১ বিচারকের মধ্যে তিন জন বর্তমানে হাই কোর্টে এবং দুইজন আপিল বিভাগে কর্মরত রয়েছেন। বাকিদের দুইজন আপিল বিভাগ থেকে এবং চারজন হাই কোর্ট থেকে অবসরে গেছেন।


প্রধান বিচারপতিসহ বর্তমানে আপিল বিভাগে থাকা সব বিচারকই বর্তমান সরকারের আমলে আপিল বিভাগে নিয়োগ পেয়েছেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।