আমাদের কথা খুঁজে নিন

   

এখন ওরা যা করছে, যে কারণে করছে ................

A "TRUTH" can walk naked but a "LIE" needs to be dressed . শুনিতেছি, বাগেরহাটে তাণ্ডব চলিতেছে। মোড়লগঞ্জের সিংজর-গোপালপুরে সর্বজনীন পূজা মণ্ডপে হামলা, ভাঙচুর! এখনও authentic source থেকে খবর না পাইলেও অবিশ্বাস্য না ... যা শুরু করছে ভণ্ডের দল তাতে সবই সম্ভব এদের দ্বারা। অনেকের মনে প্রশ্ন আসতেই পারে ওরা আসলে কি চাচ্ছে? হিন্দু সম্প্রদায়ের উপর হামলা করে তারা কি প্রমান করতে চাচ্ছে? তাদের লাভ তা কি হতে পারে, তারা এর থেকে কি সুফল কামনা করছে? লাভ আছে, বেশ ভালো মতই আছে। এরা সর্বোচ্চ চেষ্টায় আছে বিশ্ববাসীর কাছে যুদ্ধাপরাধের বিচারের বিষয়টারে নিম্নোক্ত কয়েকভাবে উপস্থাপন করতে - ১. দেশে আসলে সাম্প্রদায়িক সহিংসতা চলতেছে। দায় সরকারের।

২. শুধুমাত্র দুটি দলের রাজনৈতিক বিরোধ চলছে দেশে - আ'লীগ ও জামাত। লাভ হচ্ছে জনতার আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করা। আন্দোলনের মূল উদ্দেশ্যকে ডাইভার্ট করা ... আর মোদ্দা কথা হইলো কাছা খুইলা গ্যাছে, এখন সব নিয়া ঝাঁপায়া পড়ছে। প্রদীপও নেভার আগে দপ কইরা একবার জ্বইলা ওঠে; আশা করি এদের নেভার সময় হাজির। আর প্রজন্ম চত্বর এর উদ্দীপনা এখনো অটুট থাকতে দেখে আমি আসলেই অভিভুত।

ওদের দেখলে শ্রদ্ধায় মাথা নিচু হয়ে আসে। "দেয়ালে পিঠ ঠেকে যাওয়া" বলে একটা কথা আছে। একটা জাতি যখন শাসন শোষণ এ নিষ্পেষিত হতে হতে একটা saturated অবস্থানে পৌঁছায় তখন তাদের ঘুরে দারানো ছাড়া উপায় থাকে না। প্রজন্ম চত্তরে যারা কি দিন কি রাত শ্লোগান দিয়ে চলেছেন তারা খুব ভালভাবেই বুঝতে পারছেন বাঙ্গালীদের সেই সময় চলে এসেছে। ঘুরে দারাতে হবে এখনই।

সবথেকে বড় বেপার এই "big protest" or revolution প্রত্যেকটি জাতির ইতিহাসেই কোন না কোন সময় ঘটেছেই। এবং ঠিক তারপর থেকেই ওই জাতির উন্নতি লাগামহীন ঘোড়ার মতো ছুটতে থাকে। মানুষ হঠাত তার নিজ নিজ অবস্থান থেকে সচেতন হয়ে যায়। দেশ তখন হঠাত কয়েকগুন গতিতে এগিয়ে যেতে থাকে। আমার কেন যেন মনে হচ্ছে সামনে আমাদের দেশের জন্যও সেইরকম একটা সময় আসছে।

আমি তার অপেক্ষায় আছি। আমি সামনে আমার দেশের ভালো দিন দেখতে পাচ্ছি। : "রাত যতই গভীর হয় প্রভাত ততই নিকটে আসে। " ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।