আমাদের কথা খুঁজে নিন

   

গভীর গোপনে



গভীর গোপনে আজম মাহমুদ তোমাকে আর কি দিবো এই পদ্মদিঘীর শানবাঁধানো ঘাট এই কবিতার বই- দু’দিকে স্বচ্ছ মলাট, মাঝখানে তার গভীর ক্ষত, দিলাম তোমায় মনের মতো। আর কিছু নেই এই অধমের কবির আবার থাকেই বা কি? তুমি যখন কবির কলম অন্য কিছুতে ভুল করবো নাকি? যাও দিলাম যখন হৃদয়খানা বারো মাস চাষ করেই খেও, এতো গভীরে রেখেছি তোমায় পারো যদি একবার দেখেই যেও। ০৮.০১.২০১১

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।