আমাদের কথা খুঁজে নিন

   

চট্টগ্রাম ও সিলেট বিভাগে পৌরসভা নির্বাচন (বিএনপি ২৭ : আ’লীগ ২২ : অন্যান্য ৪)

মা বাবার সেবা করা সবচেয়ে বড় ইবাদত

চট্টগ্রাম : ১) চট্টগ্রামের সন্দ্বীপে জাফরুল্লাহ টিটো (আওয়ামী লীগ) ২) রাঙ্গুনিয়ায় আলহাজ খলিলুর রহমান (আওয়ামী লীগ) ৩) রাউজান আবদুল্লাহ আল হাসান (বিএনপি) ৪) চন্দনাইশ মো. আইয়ুব আলী কুতুবী (এলডিপি) ৫) বারইয়ারহাট এসএম তাহের ভূঁইয়া (আওয়ামী লীগ) ৬) মিরসরাই এম শাহজাহান (আওয়ামী লীগ) ৭)সাতকানিয়া মাহমুদুর রহমান (বিএনপি) ৮)বাঁশখালীতে শেখ ফখরুদ্দীন (আওয়ামী লীগ) ৯)পটিয়ায় ১০ কেন্দ্রের ৯টির ফলাফল পাওয়া গেছে। এতে আওয়ামী লীগের অধ্যাপক হারুন-অর রশীদ ৬ হাজার ৮৪২ ভোট। নিকটতম একই দলের বিদ্রোহী বদিউল আলম পেয়েছেন ৪ হাজার ৯৬২ ভোট। ফেনী : ১০)ফেনী সদর নিজাম উদ্দিন হাজারী (আওয়ামী লীগ) ১১) পরশুরাম নিজাম উদ্দিন চৌধুরী (আওয়ামী লীগ) ১২) আওয়ামী লীগ দলীয় প্রার্থীর আবেদনের প্রেক্ষিতে ফেনীর সোনাগাজী পৌরসভার একটি কেন্দ্রের ফলাফল স্থগিত করা হয়েছে। এ পৌরসভায় বিএনপির জামাল উদ্দিন সেন্টু এগিয়ে রয়েছেন।

সিলেট : ১৩) জকিগঞ্জ আনোয়ার হোসেন সানাউল্লাহ (আওয়ামী লীগ) ১৪) কানাইঘাটে লুত্ফুর রহমান (আওয়ামী লীগ) সুনামগঞ্জ : ১৫) সুনামগঞ্জ সদর আইয়ুব বখত জগলুল (আওয়ামী লীগ) ১৬) ছাতক আবুল কালাম চৌধুরী (আওয়ামী লীগ) ১৭) দিরাই আজিজুর রহমান (আওয়ামী লীগ) ১৮) জগন্নাথপুর আক্তার হোসেন (বিএনপি) মৌলভীবাজার : ১৯) মৌলভীবাজার সদর ফয়জুল করিম ময়ূন (বিএনপি) ২০) বড়লেখা ফখরুল ইসলাম (বিএনপি) ২১) কুলাউড়া কামাল উদ্দিন আহমদ জুনে (বিএনপি) ২২) শ্রীমঙ্গল মহসিন মিয়া (বিএনপি) হবিগঞ্জ : ২৩)হবিগঞ্জ সদর জি কে গাউছ (বিএনপি) ২৪) শায়েস্তাগঞ্জ ফরিদ আহমেদ অলি (বিএনপি) ২৫) নবীগঞ্জ তোফাজ্জল হোসেন চৌধুরী (আওয়ামী লীগ) ২৬) চুনারুঘাট মোহাম্মদ আলী (বিএনপি) ২৭)মাধবপুর ধীরেন্দ্র নাথ সাহা (স্বতন্ত্র) চাঁদপুর : ২৮) শাহরাস্তি মোস্তাফা কামাল (বিএনপির বিদ্রোহী) ২৯) ছেঙ্গারচর হাজী বিল্লাল হোসেন সরকার (আওয়ামী লীগ) ৩০) মতলব এনামুল হক বাদল (বিএনপি) ৩১) হাজীগঞ্জ আবদুল মান্নান খান বাচ্চু (বিএনপি) ৩২) কচুয়া মো. হুমায়ুন কবীর প্রধান (বিএনপি) ৩৩) ফরিদগঞ্জ মনজিল হোসেন (বিএনপির বিদ্রোহী) নোয়াখালী : ৩৪) চৌমুনীত মামুনুর রশীদ কিরন (আওয়ামী লীগ) ৩৫) চাটখিল সিরাজুল ইসলাম চৌধুরী (আওয়ামী লীগ) ৩৬) বসুরহাট আবদুল কাদের মির্জা (আওয়ামী লীগ) ৩৭) হাতিয়ায় ইউসুফ আলী (আওয়ামী লীগের বিদ্রোহী) ৩৮) কবিরহাটে ৯টি কেন্দ্রের মধ্যে ফলাফল প্রাকাশিত ৮টি কেন্দ্রের আওয়ামী লীগের মো. রায়হান ৩ হাজার ৭৭৬ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম বিএনপির সাইফুল ইসলাম দুলাল পেয়েছেন ৩ হাজার ৫৬৬ ভোট। এ জেলার ৩৯)নোয়াখালী জেলার ছয়টি পৌরসভার মধ্যে সেনবাগ পৌরসভার নির্বাচন স্থগিত করা হয়েছে। এছাড়া নোয়াখালী সদর পৌরসভার ১৭টি কেন্দ্র ও কবিরহাট পৌরসভায় ১টি কেন্দ্র স্থগিত থাকায় ওই দুই পৌরসভার ফল ঘোষণা করা যায়নি। লক্ষ্মীপুর : ৪০) লক্ষ্মীপুর সদর আবু তাহের (আওয়ামী লীগ) ৪১) রায়পুর এবিএম জিলানী (বিএনপি) ৪২) রামগঞ্জ বেলাল আহমদ (আওয়ামী লীগ) ৪৩) রামগতি সাহেদ আলী পটু (বিএনপি) কুমিল্লা : ৪৪) বরুড়া জসিম উদ্দিন পাটোয়ারি (বিএনপি) ৪৫) দাউদকান্দি নাসির উদ্দিন আহমেদ(বিএনপি) ৪৬) চান্দিনা শাহ মো. আলমগীর খান(বিএনপি) ৪৭) হোমনা মো. হারুন মিয়া (স্বতন্ত্র) ৪৮) চৌদ্দগ্রাম মিজানুর রহমান (আওয়ামী লীগ) ৪৯) লাকসাম আলহাজ মুজিবুর রহমান (স্বতন্ত্র) ৫০) নাঙ্গলকোটের ১১টি কেন্দ্রের ১০টির ফলাফল ঘোষণা করা হয়েছে।

একটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত রয়েছে। ১০টি কেন্দ্রে আওয়ামী লীগের শামসুদ্দিন কালু পেয়েছেন ৫ হাজার ৪২৯ ভোট। আর বিএনপির নুরুল আফছার নয়ন পেয়েছেন ৫ হাজার ১০৯ ভোট। খাগড়াছড়ি : ৫১) খাগড়াছড়ি সদর রফিকুল আলম (স্বতন্ত্র) ৫২) মাটিরাঙ্গা আবু ইউসুফ চৌধুরী (বিএনপি) ব্রাহ্মণবাড়িয়া : ৫৩) আখাউড়া এমএ হান্নান খান (বিএনপি) বান্দরবান : ৫৪) বান্দরবান সদর জাভেদ রেজা (বিএনপি) ৫৫)লামায় আমির হোসেন আমু(বিএনপি) রাঙামাটি : ৫৬) রাঙামাটি সদর সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো (বিএনপি)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.