আমাদের কথা খুঁজে নিন

   

রাতের কবিতা

ধূলো পড়া ব্লগ.....

অন্ধকার রাতের আড়ালে দাঁড়িয়ে রয়েছে বিশ্ব ব্রম্মান্ড অসীম। কতো বাতি জ্বালবে তুমি? কতো তেল করবে খরচ? কোটি কোটি নক্ষত্র মিলে চাইছে করতে দূর রাতের আঁধার জ্বলছে নিরন্তর তারা সব - ঘুটঘুটে অন্ধকার মহাবিশ্বে ছড়াতে আলো, তবু ,গাঢ় অন্ধকার কৃষ্ণ গহ্বরে তাদের মৃত্যু হয়। নিভে যায়, খসে পড়ে হেরে যায়- আলোর সেনারা সব। তবু সূর্য তার বুকের কাছের গ্রহ পৃথিবীতে ভোর করে আনে ধার। নিজের জীবনীশক্তি খরচ করে সে তৈরি করে সহস্র অসহ্য সুন্দর ভোর জোছনার রাত,গোধূলীর লালাভ বিষন্নতা... তারা সব জ্বলে জ্বলে শেষ হবে, একদিন অন্ধকার করে নেবে গ্রাস বিশ্ব ব্রম্মান্ড অসীম। তবু যে পাখি শিশির পড়া ভোরে ডানা মেলে উড়ে গেছে আবার দিনবসানে ফিরেছে ঘরে, তার কাছে বিশ্ব ব্রম্মাণ্ডের আদি আর অকৃত্রিম অন্ধকার মানেহীন। সূর্য তার জীবনী শক্তি নিংড়ে দিয়ে বানায় মিথ্যা এক বিশ্বব্রম্মাণ্ড এখানে, যেখানে অন্ধকার মরে যায়, ভোর হয়, মহা শূণ্যতাকে সে তার ক্ষুদ্র সামর্থ্যে ভরিয়ে তোলে মহা পূর্ণতায়। এখন চিন্তা করে বল, কি কারণে কাঁদবে তুমি? করবে রাতের অন্ধকারে হারাতে ভয়? আরে, রাত তো মিথ্যা, অলীক অসহায় , দুর্বল, প্রত্যেকদিন ভোরের আলোর আলতো নরম আঘাতে- তার মৃত্যু হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।