আমাদের কথা খুঁজে নিন

   

দুই কোটি ভোটার যারা কোন রাজনীতির সাথে জড়িত নয়..........তাদের কথা ভেবে কথা বলুন সবাই

ধর্ম যার যার , বাংলাদেশ সবার ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার যে দুই কোটি ভোটার এর ভোটের মাধ্যমে বিজয়ী হয়ে ছিল বিগত নির্বাচনে তারা কিন্তু প্রত্যেকে কোন রাজনীতির সাথে জড়িত নয় । তারা ভোট দিয়েছিল দুটি মাত্র কারনে একটি বঙ্গবন্ধু হত্যার বিচার আরেকটি মুক্তিযুদ্ধে বিরোধীতাকারী জামাত এর মানবতাবিরোধীদের বিচারের আশায় । এটি আওয়ামী লীগের নির্বাচনী ইশতহারে উল্লেখ ছিল । দেরীতে হলেও সে আশা পুরন হতে চলেছে । কিছুদিন যাবৎ রাস্তাঘাটে , চায়েরদোকানে সাধারন মানুষরে আলোচনায় দেখা যায় অনেক কে বলতে .....৪০ বছর আগে কি করেছিল তার বিচার করার কী দরকার ।

ঐ মতামতকারী বা পক্ষকে বলতে চাই । চোখ বন্ধকরে ভাবুন আপনার সামনে আপনার মা অথবা বোনকে কেউ ধরে নিয়ে গেল..........অথবা পিতার সামনে মেয়েকে ধর্ষন করছে কেউ ...........এবং ঐ অপরাধীর সঙ্গে আপনার দেখা হয়ে গেল ৪০/৪১ বছর আপনি তখন কি করতে চাইতেন ? নিজে সুস্থ মাথায় ভাবুন , একটি দিনেও কি ওই দৃশ্য আপনি ভুলতে পেরেছিলেন ? আবার আলোচনায় দেখাযায় ......অনেক তরুনদের রাজাকার বা নব্যরাজাকার বল্লে বি,এন,পি বা জামাতি সমর্থকের কেউ বলে ওরা তো একাত্তরে জন্মগ্রহনই করেনি, তাহলে রাজাকার হয় কী করে ? তাহলে কালযে লাশগুলো পড়লো এগুলো কাদের লাশ ? কওমী মাদ্রাসার ছাত্,র কিশোর, শিবিরের নেতা, বিএনপির নেতা ......যদিও এরা খুবই মাঠ পর্যায়ের কার্যক্রমের সাথে জড়িত । একটাই কথা সাপের ডিমে সাপই জন্মায় , রাজাকারের সন্তান রাজাকারই হয় । এবং এদের বংশবিস্তার ঘটানো সহজ উপায় ইসলামকে ব্যবহার করে । বাংলাদেশে যত মাদ্রাসা আছে সেখানে শুধুমাত্র আরবীতে পবিত্র কোরয়ান শিক্ষা দেওয়া হয় ।

তারা অর্থ না জেনে ছন্দ মিলিয়ে পড়ে মুখস্ত করে ফেলে ...প্রকৃত কোরয়ানের শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হয় । সেই সুযোগ নিয়ে নেয় বাংলাদেশের কিছু কিছু রাজনৈতিক দলগুলো । তাই সরকারকে বলবো ...বাংলাদেশের মাদ্রাসাগুলোতে আধুনিক শিক্ষা ব্যবস্থা গ্রহন সহ আরবীর পাশাপাশি বাংলাতে কোরয়ান শিক্ষার ব্যবস্থা গড়ে উঠুক । সেই সাথে বাংলাদেশের সকল মসজিদের ইমাম আছেন যারা তাদের একটি নিবন্ধিত তালিকা থাকা উচিত ধর্ম মন্ত্রনালয়ে অথবা ইসলামিক ফাউন্ডেশনের কাছে । তাদের সঠিকভাবে প্রশিক্ষিত করা হোক যাতে অপশিক্ষা বা ভুলপথে যাতে কেউ পরিচালিত না হতে পারে ।

অতএব যে দুই কোটি ভোটারের কথা বলেছিলাম ইতিমধ্যে তাদের সংখ্যা অনেক বেড়ে গেছে এরা কারো দারা প্ররোরচিত নয় । সুতরাং সব দলকেই বলবো সবার আগে তাদের কথা ভাবুন না হলে বর্তমান পরিস্থিতি থেকে শিক্ষা নিন। ভুলে যাবেন না ......এরা শুধু ফেসবুকে লাইক দিয়ে ঘরে বসে থাকেন .........জয় বাংলা । দেশদ্রোহীগণ চিরতরে নির্মুল হোক ......জয় বাংলা ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।