আমাদের কথা খুঁজে নিন

   

কোথাও যাবার নেই

এক অসাম্প্রদায়িক উজ্জল বাংলাদেশের স্বপ্ন দেখি

আজ আমার কোথাও যাবার নেই না সেখানে, যেখানে ছিল আশ্রয় ভাল লাগা কিছু প্রশ্রয়। কই যাবো বলো? যেদিকে চাই দেখি শুধু কাটা গায়ে সংযমী সজারু। কেউ কেউ অকারণে চায় লাল চোখে অকারণেই আবার বাসে ভাল। কোথায় যাবো বলো? দুর্বাঘাসের দল বহু আগেই চলে গেছে মুক্তি নিয়ে শিশিরবিন্দু গেছে শুকিয়ে অকালে দোয়েল শ্যামারও তাই মুখ কালো। কোথায় গিয়ে বল সুখ? দেখবো যে ফুলের হাসি ফুলগুলো বড়ই ব্যাবসায়ীক অর্থ ছাড়া তাদের পানে চোখ বাড়ানো অর্থহীন। ভেবেছিলেম সেদিন একদিন হারাবো গভীর অরন্যে পা ছড়িয়ে সুশীতল ছায়ায় বসব সময়হীন সময় নিয়ে ভাবব নিজেকে খানিকটা খুজব কবে যাবো বলো? জীবন বড় হিসেবি প্রতি মুহূর্তে কেড়ে নেয় আয়েশি সময়, উপলুব্ধি পূর্ন বহু নিবীড় নির্জনতা। আজ আমার শোক দিবস সেই নির্জন উপলুব্ধিগুলোর রক্তাক্ত দিন। দিনএক কাগজ ছেড়ার, আংগুল কেটে রক্ত ঝড়ার কলমের কালি বেয়ে চোখে অশ্রু নামার আর হৃদয়ের খড়ন হবার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.