আমাদের কথা খুঁজে নিন

   

ক খ অ আ প্রতিযোগীতা

এক অসাম্প্রদায়িক উজ্জল বাংলাদেশের স্বপ্ন দেখি

আমাদের বাংলা ভাষায় স্বরবর্ন আর ব্যন্জন বর্ন এবং ফলা গুলো পূর্নাংগ ও শুদ্ধভাবে কয়জন মুখস্ত বলতে(শুদ্ধভাবে উচ্চারণ) ও না দেখে লিখতে পারে?আমার মনে হয় শতকরা ২০% ও হবে না সে হার। আমার মনে কয়েকটা প্রশ্ন জেগেছে। ১। আমরা অনেকেই ঞ শেখার সময় ইয় অথবা নিয় উচ্চারণে শিখি। এটা কেন হয়?কোনটা সঠিক??আমি শিখেছি ইয়।

কিন্ত স্কুলে অন্যদের মুখে শুনেছি নিয়। এমনকী শিক্ষকরাও নিয় বলত। ২। আমরা প্রত্যেকটি বর্ন এবং ফলা ও ভুল উচ্চারণে শিখি। যেমন,ক য়ে স অস্ক,ইয় চ য় অন্চ।

বুঝলাম এভাবে পড়া ভুল। শুদ্ধ হল শুধু ইয় চ বলা। কিন্তু,ইয় চ=?উচ্চারণ টা কী হবে? কারও জানা থাকলে আওয়াজ দিয়েন। বিশেষত বাংলা বিভাগের কোন শিক্ষক বা শিক্ষার্থী এ বিষয়ে বলতে পারলে ভাল হত।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।