আমাদের কথা খুঁজে নিন

   

আধুনিক হচ্ছি। কামড়ে ধরছি আধুনিকতাকে।



আমার এক পরিচিত ব্যাক্তির যে কিনা জীবনের কমপক্ষে ২৫ বছর পার করল ছোট একটা জেলা শহরে (শতভাগ দেশী এবং বয়স ২৫+) তার কাছে শুনলাম সে নাকি ফুলকপি বাধাকপি চিনে না। না চেনাটা আধুনিকতা কিনা তাই জানতে গুগুলে সার্চ দিব ভাবছি। তবে এখন তিনি ঢাকায় বসবাস করেন। ঢাকায় আধুনিক হতে আর কতকিছু ভুলতে হবে। কতকিছু অস্বীকার করতে। কতটা অস্বীকার করলে আধুনিক হওয়া যায়? বাংলা শব্দে কতটুকু বিকৃত উপস্থাপনে আধুনিকতার মানদন্ড ঠিক করা যায়? কতটা নিচে প‌্যান্ট পড়লে আমি আধুনিক হব। প‌্যান্টের নিচে থাকা ছোট রঙ্গিন প‌্যান্টার দেখানোর চেষ্টায় কতটা সফল হলে আধুনিকতার স্বীকৃতি মিলে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।