আমাদের কথা খুঁজে নিন

   

গাজীপুরে পুলিশ-শ্রমিক সংঘর্ষ, আহত ৩০

সোমবার সকালে উপজেলার মাস্টারবাড়ী এলাকার স্টাইলো ফ্যাশন লিমিটেড কারখানার প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ শুরু করে।
একপর্যায়ে তারা কারখানার কাঁচ ভাংচুর এবং ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। পরে লাঠিপেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ।
শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ তাদেরকে জুলাই মাসের বেতন ও ঈদ উৎসব ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা দিচ্ছেন না। ইতোমধ্যে কর্তৃপক্ষ চার-পাঁচবার সময় পরিবর্তন করেছে।

একদিন পরই (মঙ্গলবার) কারখানা ছুটির ঘোষণা দেওয়া হবে। বার বার প্রতিশ্রুতির পরও বেতন-ভাতা না পেয়ে শ্রমিকেরা উত্তেজিত হয়ে উঠে।
বিক্ষোভে পুলিশ ছররা গুলি ও লাঠিপেটা করলে কমপক্ষে ত্রিশজন আহত হয় বলে অভিযোগ করেন শ্রমিকরা।
ছররা গুলিতে আহত শ্রমিক হোসনা খাতুন (২৮) ও শামসুন্নাহারকে (২০) প্রথমে গাজীপুর সদর হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গাজীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক তপন কান্তি সরকার জানান, তাদের শরীরের বিভিন্ন স্থানে ছররা গুলি রয়েছে।

উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে ছররা গুলি নিক্ষেপ করার অভিযোগ অস্বীকার করে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সহকারি পুলিশ সুপার মো. মোশারফ হোসেন জানান, ৭ অগাস্ট জুলাই মাসের বেতন ও ৪ অগাস্ট ঈদ বোনাস দেয়ার কথা ছিল কারখানা কর্তৃপক্ষের। কিন্তু ৪ অগাস্ট বোনাস না দিয়ে ৫ অগাস্ট তাদের জুলাই মাসের বেতন পরিশোধের সিদ্ধান্ত নিলে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে।
একপর্যায়ে তারা কারখানার গ্লাস ভাংচুরের করে সকাল ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক আধা ঘণ্টা অবরোধ করে রাখে। মহাসড়ক থেকে সরিয়ে দিতে গেলে শ্রমিকরা পুলিশের ওপর চড়াও হয়।


এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-ধাওয়ি হয়। একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে শ্রমিকরা ইট ছুঁড়তে থাকে। পরে লাঠিপেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।
শ্রমিকদের ইটপাটকেল ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনায় শিল্পপুলিশের পরিদর্শক মো. হেলালুজ্জামান, উপ-পরিদর্শক মো. আক্তারুজ্জামান ও কনস্টেবল বরুন সিংসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানান সহকারি পুলিশ সুপার মো. মোশারফ হোসেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.