আমাদের কথা খুঁজে নিন

   

নদী তুমি কোন আগুনে জ্বলো

I dream a better world.

টিএসবি জোয়ারদার নদী তুমি কোন আগুনে জ্বলো নদী তুমি কোন আগুনে জ্বলো ? নদী তুমি কোন রাগে পোড়ো ? অবশেষে তুমিও ভুলে গেলে স্বাধীনতার চেতনা ? তুমিও ভুলে গেলে নদীদের পৈতৃক ব্যাকরণ ? কথা ছিল মায়ের আসমুদ্রহিমাচল সবুজ আঁচলে জলবতী নদীরা খেলবে নিরন্তর। বহমান নদীর অমৃতের কলগুঞ্জনে মুখর হবে পুন্ড্রবর্ধন থেকে সীতাকুন্ডু। ফসলের মাঠ থেকে কিষাণীর উঠোন সর্বত্র বসবে বৈশাখী মেলা। অথচ কী ব্যঙ্গ দেখ দুর্ভাগা বাংলার ! নদীমাতৃক বাংলায় আজ নদীদের কী করুণ মরণ! ভয় নেই নদীবন্ধুরা,আমিও আগামীকাল মহাশূন্যে প্রাচীর দেব।বন্ধ করে দেব আলো হাওয়া নক্ষত্রের যাতায়াত।সূর্য থেকে কেটে নেব আমার ফারাজ। ভেঙে পড়ুক সূর্য তাতে আমার কি ? আমি নদীকে কাঁদতে দেবনা,আমি ধরিত্রীকে কাঁদতে দেবনা। নদী তুমি কোন আগুনে জ্বলো ? নদী তুমি কোন রাগে পোড়ো ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।