আমাদের কথা খুঁজে নিন

   

ফুল ধূলায় ঝরে পড়ে। পায়ে পিষ্ট হয়। তায় বলে সেই ফুল কি এতই অনাদরের?

আমি ফিফা চেয়ারম্যান হতে চাই। চেয়ারম্যান হলে আমার নাম হবে জন ফু সোহেল

ফুল ধূলায় ঝরে পড়ে। পায়ে পিষ্ট হয়। তায় বলে সেই ফুল কি এতই অনাদরের? আর সেই ফুল যিদ ভুল করে কোন কবরের উপর আর কবরের ব্যক্তি যদি সেই ফুলকে উপদ্রব বলে মনে করেন, তহলে সেই ফুলের প্রাশ্চত্ব কারো পায়ের তলায় পড়ে আত্মহত্য করা। অপমানের একটা সীমা আছে বন্ধু।

ভিক্ষা যদি কেউ চাইতেই য়ায় অদৃষ্টের বিড়ম্বনায়, ভিক্ষা তুমি তাকে না দাও কুকুর লেলিয়ে দিয়োনা যেনো। ধৈর্যের একটা সীমা আছে বন্ধু। যেদিন আমি চলে যাব ঐই দূর আকাশের পানে, সেদিন যিদ শুনি তুমি আমার কথা ভাবছ, তাহলে হয়তো উল্কা ফুল হয়ে ঝরে পাড়ব তোমার ঐ নোটন খোপায়। দূরের আমাশে যে তারাটি জ্বল জ্বল করবে মনে করবে সেই তারাটিই আমি। আমাশে লক্ষ কোটি তারা।

আমি তোমার নামেই তাদের নাম করণ করবো। সে কি সুন্দর সুন্দর নাম। তুমি শুনে শুধু হাসবে। তবে অবহেলা করনা বন্ধু। আমিতো তোমারই প্রতিক্ষায় মরতে বসেছি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।